আন্তর্জাতিক

সোয়াজিল্যান্ডে শতাধিক বাংলাদেশি নিঃস্ব, বিপাকে হাজারো

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ এসওয়াতিনি। তবে সোয়াজিল্যান্ড নামে পরিচিত। দেশটিতে হঠাৎ রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। এতে দেড় হাজারের বেশি বাংলাদেশি বিপদে পড়েছেন। নিঃস্ব শতাধিক।

জুনের শেষ সপ্তাহে স্থানীয়রা প্রথমবারে মতো গণতন্ত্রের দাবিতে ছোট এই রাজতন্ত্রে বিক্ষোভ শুরু করেন। সরকার গণতন্ত্রকামীদের ওপর চড়াও হলে সহিংসতা ও লুটপাট শুরু হয়। ওই সহিংসতা ও লুটপাটের শিকার হওয়া বাংলাদেশিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মঙ্গলবার (৬ জুলাই) সোয়াজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের রোষে পড়ে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটতরাজের ঘটনায় তারা উদ্বিগ্ন। সহিংসতা ও লুটপাটের শিকার হয়ে শতাধিক বাংলাদেশি প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।

এই পরিস্থিতিতে কমপক্ষে ৫০০ বাংলাদেশিদের কিছু দিনের জন্য হলেও দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকারের কাছে ‘সেফ এক্সিটের’ ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন তারা। অথবা বাংলাদেশিরা যাতে দক্ষিণ আফ্রিকার ভিসা পেতে পারেন, তার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

আফ্রিকার শেষ রাজতন্ত্র সোয়াজিল্যান্ডের গণতন্ত্রকামীদের দমনের জন্য সেনাবাহিনী মাঠে নেমেছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সে দেশের নিরাপত্তা বাহিনীর হাতে রাজতন্ত্রবিরোধী অন্তত ২০ জন নাগরিক প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশি তরুণ বদরুজ্জামান চৌধুরী ২০১৬ সাল থেকে সোয়াজিল্যান্ডে থাকছেন। তিনি জানান, সোয়াজিল্যান্ডে তাদের ৪টি ফিলিং স্টেশন রয়েছে। এগুলো সহিংসতার সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা নিজেদের চেয়ে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। যেভাবে ভাঙচুর ও লুটতরাজ হয়েছে, তাতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিবার–পরিজন নিয়ে তারা সোয়াজিল্যান্ডের প্রতিবেশী দেশ দক্ষিণ আফ্রিকা যেতে চান।

প্রিটোরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমান বলেন, সোয়াজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিরা যাতে দক্ষিণ আফ্রিকার ভিসা পেতে পারেন, সেজন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ জানানো হয়েছে। তবে দুই দিন ধরে সেখানকার পরিস্থিতি আগের চেয়ে ভালো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভোলা বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

ভোলা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে ভ...

সৌদি গেলেন ৪১৩ জন হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর পবিত্র হজের প্রথম ফ্লাইটের আনুষ্...

প্রযোজক রুহানের লাশ উদ্ধার

বিনোদন ডেস্ক : রাজধানীর পূর্ব রায়েরবাজার থেকে ‘পুনর্জ...

মেয়ে দত্তক নিলেন পরীর 

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার লাস্যময়ী চিত্রনায়িকা দুইজনের সংস...

সড়ক দুর্ঘটনা নিহত ১

জেলা প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় গাড়ির ধাক্...

বোয়ালমারী উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ১৭ জন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্ব...

প্রাণে বাঁচলেন ১৯১ যাত্রী

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম শাহ আমা...

৪র্থ টি-টোয়েন্টির সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ৩ ম্যাচের সবকটিতেই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা