আন্তর্জাতিক

আফগানিস্তানে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক স্থানে দুটি মিনিবাসে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।

বৃহস্পতিবার (৩ জুন) বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন দেশটির পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ। খবর এএফপির।

ফেরদৌস জানান, প্রথম বিস্ফোরণটি দক্ষিণ-পশ্চিম কাবুলের একটি রাস্তায় শিয়া হাজারা সম্প্রদায়ের আশপাশের জনপদের কাছে ঘটে, যারা ঘন ঘন জঙ্গি হামলার শিকার হয়। ভয়াবহ ওই বিস্ফোরণে চারজন নিহত এবং ৪ জন আহত হন।

ওই ঘটনার ঘণ্টা খানেক পর কয়েক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি বলে জানান ফেরদৌস।

আফগানিস্তানে সম্প্রতি শিয়াদের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে। তবে বৃহস্পতিবারের হামলাগুলোর দায় কোনো সংগঠন এখন পর্যন্ত স্বীকার করেনি।

গত সপ্তাহের শুরুর দিকে কাবুলে দুটি বাসে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার ঘটনায় জঙ্গি সংগঠন আইএসের আফগানিস্তান শাখা দায় স্বীকার করেছে।

যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করার পর থেকেই দেশটিতে সহিংসতা অনেক বেড়ে গেছে। গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই সরকারি বাহিনীর সঙ্গে তালিবান যোদ্ধাদের সংঘর্ষ হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাপক আধিপত্য গড়ে তুলছে তালিবান যোদ্ধারা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, এ বছরের সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে। আশঙ্কা করা হচ্ছে, সেপ্টেম্বরে মার্কিন সেনারা চলে গেলে সেখানে সহিংসতা চরম পর্যায়ে পৌঁছাবে।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে, আইএস এখনো আফগানিস্তানের ভেতরে ও বাইরে হুমকি তৈরি করছে। দেশটিতে এখনো প্রায় ২ হাজার আইএস যোদ্ধা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাসিনার মতো ভুল করবেন না, ড. ইউনূসকে সতর্কবার্তা হেফাজতের

বর্তমান সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হেফাজতে ইসলামের নেতার...

ঝড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টির হতে পারে। তাই সেসব এলাকার নদ...

সিন্ধু নদে বাঁধ দিলে ভারতে হামলার হুঁশিয়ারি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করলে পাকিস্তান সামরিক হামলা চালাবে বলে হুঁশিয়ারি...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা