আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞায় হুমকির মুখে সমগ্র বিশ্ব

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে নাজেহাল গোটা বিশ্ব। এই ভাইরাসে সংক্রামিত হচ্ছে একের পর এক দেশ। এমন অবস্থায় ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে ‘নজিরবিহীন হুমকি’র মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান।

মার্কিনীদের নিষেধাজ্ঞার কারণে কোন প্রকার লেনদেন করতে পারছে না ইরান, যার ফলে তেহরানের পক্ষে করোনাভাইরাস মোকাবিলার প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানি করা সম্ভব হচ্ছে না। হামানে বলেন, এ অবস্থায় করোনাভাইরাস মোকাবিলার কাজে ইরান পিছিয়ে পড়লে তাতে গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে।

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এমন অবস্থায় আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজকে চাপ প্রয়োগের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র মহাপরিচালক টেডরোস গেব্রেইয়েসাসের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানিয়েছেন জেনেভায় নিযুক্ত ইরানির রাষ্ট্রদূত ইসমাঈল বাকায়ি হামানে। চিঠিতে তিনি বলেন, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরানের সাধারণ মানুষ প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অভাবে মারাত্মক কষ্ট পাচ্ছে। তিনি বিষয়টিকে ‘মানবতা-বিরোধী অপরাধ’ বলে উল্লেখ করেন।

জেনেভায় জাতিসংঘের দফতরগুলোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত তার চিঠিতে বলেন, বিশ্বের দেশগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুরুত্ব তুলে ধরে জাতিসংঘ মহাসচিব সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন বিশ্বের সবগুলো দেশের উচিত তা মেনে চলা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সম্প্রতি এক বক্তব্যে বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারী ছড়িয়ে পড়ার এই সময়ে বিভিন্ন দেশের ওপর বহাল থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার জরুরি হয়ে পড়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা