সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মন্ত্রিত্ব পদ হারাতে যাচ্ছেন টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে তার মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এ লক্ষ্যে তার ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের একটি শর্টলিস্টও করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস।

আরও পড়ুন: ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত ৭০

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সম্পর্কের কারণে টিউলিপ সিদ্দিককে পদত্যাগ করতে বাধ্য করা হলে তার স্থলাভিষিক্ত হবেন এমন প্রার্থীদের নাম প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের জ্যেষ্ঠ সহযোগীরা বিবেচনা করছেন বলে বলা হয়েছে।

জানা গেছে, ঊর্ধ্বতন ওই কর্মকর্তারা সপ্তাহের পূর্বনির্ধারিত যুক্তরাজ্যের এই ট্রেজারি মন্ত্রীর স্থলাভিষিক্ত হতে পারেন এমন প্রার্থীদের চিহ্নিত করা হয়েছে। গত সোমবার টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানানোর প্রকাশ্য ঘোষণা দেওয়ার আগেই সম্ভাব্য প্রার্থীদের চিহ্নিত করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, যদিও প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, টিউলিপ সিদ্দিকের ওপর তিনি পূর্ণ আস্থা রেখেছেন এবং ১০ নং ডাউনিং স্ট্রিটের ১ জন মুখপাত্র টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ঐ পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকা তৈরির বিষয়টিকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন। কিন্তু তারপরও ব্রিটিশ সংবাদমাধ্যমকে বলা হয়েছে, টিউলিপকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলে কে তার উত্তরসূরি হতে পারেন তা প্রধানমন্ত্রী স্টানমারের ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ অন্তত অনানুষ্ঠানিক ভাবেই বিবেচনা করছেন।

আরও পড়ুন: রাখাইনে বিমান হামলা, নিহত ৪০

মূলত, টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ দেশটির অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। তবে তার জন্মভূমি বাংলাদেশেই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে। যেখানে তিনি এবং পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।

সম্প্রতি টোরি এমপিরাও টিউলিপের পদত্যাগ দাবি করেন। ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশে বলেন, ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ঘরছাড়া লক্ষাধিক মানুষ

টোরি এমপি বব ব্ল্যাকম্যান বলেন, টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তির লেনদেনের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে এবং তার ব্যাখ্যা করতে হবে কী ঘটেছে এবং কেনও। যদি তিনি এই ব্যাখ্যা না করেন তবে মন্ত্রী হিসেবে তিনি কাজ চালিয়ে যেতে পারেন না।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের জন্মদিনে মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জ...

ফের ভূমিকম্পে কাঁপলো গাজীপুর

গাজীপুরের বাইপাইল এলাকায় আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ৩.৩ মাত্রার...

মুন্সীগঞ্জ-১: মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে তিন নেতার সমাবেশ ও বিক্ষোভ

মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দা...

মুন্সীগঞ্জ শহরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, হরতালের হুশিয়ারি

মুন্সীগঞ্জ পৌর এলাকার রাস্তা-ঘাট সংস্কারের দাবিতে...

বিলুপ্তপ্রায় টকপাতা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

বসতবাড়ির পাশে প্রায়ই দেখা যায় টকপাতা। পাতা ও ফল টক স্বাদযুক্ত গাঢ় লাল বর্...

নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে পথসভা

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে...

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে লাল কার্ড দেখাবে শিক্ষার্থীরা: সাদ্দাম

ছাত্রদলের শুভ বুদ্ধির উদয় না হলে ছাত্রসমাজ তাদেরকে সেই ভাবেই জবাব দেবে। যদি ত...

ডাক্তারদের বেতন ‘অযৌক্তিক’: আমীর খসরু আন্ডার এমপ্লয়মেন্টের সংকট তুলে ধরলেন

দেশের স্বাস্থ্যখাতে ডাক্তারদের বেতন ও কর্মসংস্থান...

নির্বাচনে ধর্মের দোহাই দিয়ে টিকিট বিক্রিতে কাজ হবে না: তানিয়া রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, অনেকে ধর...

চকবাজার থানায় পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার প্রাথমিক অভিযোগ

চট্টগ্রামের চকবাজার থানার এক পুলিশ কর্মকর্তা গলায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা