আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলীয় বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে সড়ক দুর্ঘটনায় ৬০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।
আরও পড়ুন: সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই
প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ায় দক্ষিণাঞ্চলীয় বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ইথিওপিয়ার দক্ষিণে তথা রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কি.মি দক্ষিণে অবস্থিত। সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেছে, বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে একটি গাড়ি দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও আহত ৪ যাত্রীকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঘটনার আরও বিশদ বিবরণ তারা দেয়নি।
এ সময় স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা কিছু ছবিতে একটি গাড়ির ৪ পাশে প্রচুর লোককে দেখা যাচ্ছে, অপরদিকে গাড়িটি ছিলো আংশিকভাবে পানিতে নিমজ্জিত। দুর্ঘটনায় নিহতদের লাশগুলো নীল টারপলিনে আবৃত অবস্থায় মাটিতে পড়ে আছে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            