সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

হাসপাতাল ছেড়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গুলিতে আহত হয় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর রবিবার তিনি হাসপাতাল ছেড়েন। শনিবার ( ১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ১ সমাবেশে তার ওপর অতর্কিত হলে রক্তাক্ত হওয়ার পরে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এছাড়াও এই পরিকল্পনা অনুযায়ী ট্রাম্প রিপাবলিকান সম্মেলনে যোগ দেবেন বলেও জানানো হয়। এই বছরের নভেম্বরের যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এ সম্মেলনটি এই সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: কানে গুলিবিদ্ধ ট্রাম্প

রোববার (১৪ জুলাই) সকালের দিকে এই তথ্যটি জানান ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানান, ডোনাল্ড ট্রাম্পের কানে গুলি লাগার পরে স্থানীয় ১টি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসা শেষে সেখান থেকে তিনি বেরিয়ে গেছেন বলে, বিবিসির মার্কিন পার্টনার ও সিবিএস নিউজকে ২টি সূত্র নিশ্চিত করে। কিন্তু হাসপাতাল ছেড়ে তিনি কোথায় যাচ্ছেন এটি এখনও পরিষ্কার নয়।

অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রচার দল জানান, আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দেবেন। ঐ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেওয়া হবে।

আরও পড়ুন: গাজায় বিমান হামলায় নিহত ৭১

সোমবার এই সম্মেলন শুরু হওয়ার কথা, সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করার কথা রয়েছে। এই প্রচার দল আরও জানিয়েছে, ‘ট্রাম্প ‘ভালো আছেন’ এবং দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়েছেন তারা। এই হামলার পরপরই তারা তাৎক্ষণিকভাবে জবাব দিয়েছে।’

এছাড়াও যুক্তরাষ্ট্রের এফবিআই দেশটির সাবেক প্রেসিডেন্টের ওপর হামলাকারীর নাম প্রকাশ করেছে। তার আগে এই সংস্থাটি জানায় যে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করার ঘটনাটি ছিল তাকে ‘হত্যা চেষ্টা’।

দেশটির স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় ১ সমাবেশে সাবেক এই প্রেসিডেন্টের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ সময় ভিডিওতে দেখা যাচ্ছে যে, তার সমাবেশে বক্তব্য দেওয়ার মধ্যে হঠাৎ করে ট্রাম্প নিচে বসে পড়ছেন এবং এর পরে তিনি যখন দাঁড়ায় তখন তার মুখের ১ পাশে রক্ত দেখা যাচ্ছিল।

আরও পড়ুন: মারামারি থামাতে গিয়ে চড় খেলেন আরেকজন

এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই এফবিআই ১টি সংবাদ সম্মেলন করেন এবং সংস্থাটির কর্মকর্তা কেভিন রোজেক বলেন , ‘ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যা হয়েছে তাকে আমরা হত্যা চেষ্টা বলছি।’

তিনি আরও জানান, তাদের এজেন্টরা এখন ঘটনাস্থলে রয়েছেন এবং এই হামলার তদন্ত চালিয়ে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনটিতে আরও বলা হয়, সমাবেশে গুলি হওয়ার আগ পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশের পাশের একটি ভবনের ছাদে কেউ আছে , এই বিষয়টি তখন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জানা ছিল না। কিন্তু সংবাদ সম্মেলনে অবশ্য তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কেউ উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন: সারা বিশ্বের আবহাওয়া

অপরদিকে পেনসিলভানিয়া স্টেট পুলিশের লেফটেনেন্ট কর্নেল জর্জ বাইভেনস জানান, এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা বীরত্বের পরিচয় দিয়ে বন্দুকধারীকে যথাযথ ভাবে জবাব দিয়েছে। এরই মধ্যে গুলিতে আহত ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তারা ২জন আগামী নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জায়ান ম...

শেখ হাসিনার রায়ের পর ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা ও ভাঙচুর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পরে ফরিদপুরের বোয়ালমারী...

যুবদল নেতা শান্ত হত্যাকাণ্ডে খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম–আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৫)...

মুন্সীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

মুন্সীগঞ্জে সাংবাদিক নাদিম হোসাইনকে (৩০) মেরে লাশ গুম করার হুমকির অভিযোগ উঠেছ...

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৭৬ রান

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৭৬ রানের বড় সংগ্রহ গড়েছে...

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উ...

কৃষক দলের কেন্দ্রীয় নেতার ইসলামী আন্দোলনে যোগদান, করতে চান নির্বাচন

কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনছারী ‘দলীয় কর্ম...

আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জায়ান ম...

ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের মৃত্যুদণ্ড বহালের রায় প্রকাশ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে হত্যার দায়ে টেকনাফ থানার বরখাস্তকৃত অ...

শিশুদের ফেসবুক-টিকটক ব্যবহার বন্ধে অস্ট্রেলিয়ায় আইন পাস

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার কঠোরভাবে নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা