আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তাসহ ৪ জন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৫ জন।
আরও পড়ুন: কলোম্বিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৯
সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের শার্লট শহরে এ ঘটনা ঘটে। হতাহত পুলিশ কর্মকর্তারা সেখানে আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এক ব্যক্তিকে আটক করতে গিয়েছিলেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নর্থ ক্যারোলিনার শার্লটে ওয়ারেন্ট বাস্তবায়নের সময় ৩ জন আইন প্রয়োগকারী কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্য আরও ৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৫
পুলিশ বলছে, একজন সন্দেহভাজন হামলাকারীকে একটি ব্যারিকেডেড বাড়ির সামনের উঠানে মৃত অবস্থায় পাওয়া গেছে। গোলাগুলির এ ঘটনা প্রায় ৩ ঘণ্টা স্থায়ী ছিল।
কর্তৃপক্ষ জানায়, হামলায় ২ বন্দুকধারী জড়িত ছিল। এ ঘটনায় আহত অফিসাররা ইউএস মার্শাল সার্ভিসের নেতৃত্বাধীন টাস্ক ফোর্সের অংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, শার্লটের শহরতলীর রাস্তায় যখন বন্দুকযুদ্ধ শুরু হয়, তখন এসব পুলিশ কর্মকর্তা আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এক অপরাধীকে গ্রেফতারের চেষ্টা করছিলেন।
আরও পড়ুন: কেনিয়ায় বাঁধ ভেঙে ৪২ জনের মৃত্যূু
এক সংবাদ সম্মেলনে শার্লট-মেকলেনবার্গ পুলিশ প্রধান জনি জেনিংস বলেন, অফিসাররা সামনের উঠানে একজন আততায়ীর দিকে গুলি চালায়। এ সময় বাড়ির ভেতরে থেকে তাদের ওপর আরও গুলি চালানো হয়।
তিনি আরও জানান, গতকাল শহরের পূর্বের একটি আবাসিক এলাকায় হামলা শুরু হওয়ার ২ ঘণ্টারও বেশি সময় পরও গোলাগুলি চলছিল। পরে গালওয়ে ড্রাইভে পুলিশ বাড়িতে হামলা চালালে ঘটনাটি শেষ হয়।
এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির সাথে বাড়ির ভেতরে থাকা আরও ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, নিহত ৫
অপরদিকে এক বিবৃতিতে মার্কিন মার্শাল সার্ভিস নিশ্চিত করেছে, অভিযানে তাদের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। নর্থ ক্যারোলিনার গভর্নর রয় কুপার জানান, নিহত ২ কর্মকর্তা অঙ্গরাজ্যের প্রাপ্তবয়স্ক সংশোধন বিভাগের সদস্য।
সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, নৃশংস এ হামলায় নিহত অফিসারদের পরিবার ও সহকর্মীদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।
এক বিবৃতিতে শার্লট শহরের মেয়র ভি লাইলস বলেন, শার্লট-মেকলেনবার্গ পুলিশ অফিসার ও ইউএস মার্শালদের ওপর গুলির ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত।
সান নিউজ/এনজে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            