জেলা প্রতিনিধি: বান্দরবানে মেডিক্যাল ক্যাম্পেইনে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ফ্রি চিকিৎসা সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মাদারীপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
শনিবার (৩০ মার্চ) সকালে বান্দরবান সেনা জোনের রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার মেজর মো. আসাদুল ইসলামের নেতৃত্বে দুর্গম এলাকা থেকে সেবা নিতে আসা বিভিন্ন রোগে আক্রান্তদের চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
মেজর মো. আসাদুল ইসলাম জানান, বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পার্বত্য বান্দরবানের দুর্গম এলাকায় বিনামূল্যে মেডিক্যাল সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আরও পড়ুন: স্বাস্থ্যখাতে কথা কম, কাজ বেশি হবে
চিকিৎসা সহায়তা কর্মসূচি পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ ফজলে আরমান, সার্জেন্ট মো. আতাউর রহমান, কোর্পোরাল মো. দেলোয়ার হোসেনসহ সেনাসদস্য বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সান নিউজ/এএন