ফিচার

১০ মে: প্রমিলা দেবীর জন্মদিন

সাননিউজ ডেস্ক

আশালতা সেনগুপ্ত, যিনি প্রমিলা দেবী নামেই বেশি পরিচিত, ১৯০৮ সালের ১০ মে (১৩১৫ সালের ২৭ বৈশাখ মতান্তরে ১৭ বৈশাখ) মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে জন্মগ্রহন করেন। পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে প্রমিলা দেবীর জীবন জড়িয়ে যায়।

১৯২১ সালে যখন ইংল্যান্ডের রাজপুত্র ভারতে আসেন, তখন নজরুল কুমিল্লায় চলে যান। কংগ্রেস সেই সময় ভারত জুড়ে হরতাল ডেকেছিল এবং নজরুল তার মিশ্রণটি কাঁধে রেখে হারমোনিয়াম নিয়ে মিছিল প্রতিবাদ করেছিলেন এবং জাগরণী গানটি গেয়েছিলেন। তিনি প্রতিবাদ সমাবেশ নিয়ে কুমিল্লা শহর ঘুরেছিলেন।

পরের বার তিনি ১৯২২ সালে কুমিল্লায় এসে কিছুকাল সেখানে অবস্থান করেন এবং তিনি বীরেন্দ্র কুমার সেনগুপ্তের বোন প্রমিলার প্রেমে পড়েন। প্রমীলার প্রতি তাঁর ভালবাসার চিহ্ন হিসাবে তিনি একটি বিজয়িনী কবিতাও লিখেছিলেন। অসহযোগ আন্দোলনের সময় প্রমিলা তার স্কুল ছেড়ে চলে যায়। নজরুল তার ব্যক্তিত্ব, গানের প্রতি ভালবাসা এবং তাঁর সংস্কৃত আচরণের জন্য প্রমিলার প্রতি আকৃষ্ট হয়েছিলেন।

কুমিল্লায় অবস্থানকালে তিনি নিয়মিত তাঁর লেখা পাঠানোর জন্য দৈনিক পত্রিকা সেবক থেকে একটি চিঠি পেলেন। তখন থেকে তিনি সেবক সম্পাদনার দায়ভার গ্রহণ করেছিলেন। কিন্তু তখন তাদের বিবাহ বীরেন্দ্র কুমার সেনগুপ্তের পরিবারসহ বেশ কয়েকটি কোণ থেকে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল। প্রমীলার মা এসএম গিরিবালা দেবী তাঁর নিজ উদ্যোগে এই বিবাহের ব্যবস্থা করেছিলেন। তিনি কন্যা প্রমীলাকে আশ্রয় ছেড়ে বীরেন্দ্র কুমার সেনগুপ্তের বাড়ি রেখে কলকাতায় এসেছিলেন। ব্রাহ্ম সম্প্রদায়ও এই বিয়ের বিরুদ্ধে গিয়েছিল। গিরিবালা দেবী এই সমস্ত বাধা অতিক্রম করে প্রমিলার বিবাহ সম্পন্ন করেছিলেন।

সরকার হুগলি জেলার আবেদনকারী খান বাহাদুর মাজাহারুল আনোয়ার চৌধুরী এই বিয়ের সমস্ত দায়বদ্ধতা গ্রহণ করেছিলেন। তাঁর কন্যা, মিসেস এম রাহমান, "মা ও মিয়ে" একটি উপন্যাসে এই বিয়ের গল্পটি বিস্তারিতভাবে প্রকাশ করেছেন। তিনি নিজের ছেলের মতো নজরুলের প্রতি খুব স্নেহশীল ছিলেন এবং এই বিয়ের সমস্ত ব্যয় বহন করেছিলেন।

৬ নম্বর একটি বাড়ি হাজী লেনকে এই বিয়ের জন্য ভাড়া করা হয়েছিল এবং নজরুল ও প্রমিলা বিয়েটি ২৫ এপ্রিল ১৯২৪ ( ১২ বৈশাখ ১৩৩১)অনুষ্ঠিত হয়েছিল। এই বিয়েতে কাজী হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক মইনুদ্দিন হোসেন। সাক্ষী হিসেবে কুমিল্লার আবেদনকারী আবদুস সালাম, সাংবাদিক মোঃ ওয়াজেদ আলী এবং কবি খান মুহাম্মদ মাইউদ্দিন উপস্থিত ছিলেন। প্রমিলা ১৮ বছর বয়স না পাওয়ায় নাগরিক বিবাহ সম্ভব ছিল না বলে "অহেলা কেতাব" এর বিধি অনুসারে বিয়ে হয়েছিল। এই নিয়মে কনে নিজের ধর্ম বজায় রাখতে পারে। এই বিয়ের পরে প্রমিলার নাম দেওয়া হয়েছিল আশালতা।

আগে থেকে বিয়ের তারিখ ঘোষণা করা হয়নি এবং নজরুলের বন্ধুরা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পারেনি। তবে মোঃ ওয়াজেদ আলী আবুল কা এর স্বাক্ষর সহ অভিনন্দনের একটি লিখিত বিবৃতি জারি করেছিলেন; লাম সামসুদ্দিন, আবুল মাসুর আহমদ এবং খান মুহাম্মাদ মইউদ্দিন। এই বিবাহে কোনও অমুসলিমকে আমন্ত্রণ জানানো হয়নি এবং গিরিবালার কোনও আত্মীয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

দীর্ঘদিন রোগে ভুগে ১৯৬২ সালের ৩০ জুন প্রমীলা মারা যান। তাঁকে সমাধিস্থ করা হয় চুরুলিয়ায় নজরুলের পৈতৃক বাড়িতে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তাহলে সৎ রাজনীতি আর সততার কী মূল্যায়ন: আইভী

গ্রেপ্তারের আগে ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শুক্রবার (৯ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দা...

প্রকৃতি দেখতে চীনা যুবক বাংলাদেশে, অতঃপর বিয়ে

বিশ্ব এখন গ্রামের মতো- গ্রামের এক পাড়া অন্য পাড়ার সঙ্গে যেমন খেলাধুলা, বিয়ে এ...

ভারত ও পাকিস্তানের উচিত কূটনৈতিক সমাধানে আসা: যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস পাকিস্তান ও ভা...

কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার নীরব লক্ষণগুলো; বুঝবেন যেভাবে

কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ও অত...

বিশ্ব শান্তি ও সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুরে মহানাম যজ্ঞ শুরু

বিশ্ব শান্তিকল্পে ও কলিযুগে সর্বজীবের মুক্তি কামনায় দিনাজপুর সুইহারী ওঁ দয়ানন...

সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেপ্তার

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ...

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে "নাগরিক সংলাপ"

ফেনীর স্থায়ীত্বশীল উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চায়না-বাংলা ফ্রেন্ডশি...

১০ মে: প্রমিলা দেবীর জন্মদিন

আশালতা সেনগুপ্ত, যিনি প্রমিলা দেবী নামেই বেশি পরিচিত, ১৯০৮ সালের ১০ মে (১৩১৫...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১০ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা