ফিচার

১০ মে: প্রমিলা দেবীর জন্মদিন

সাননিউজ ডেস্ক

আশালতা সেনগুপ্ত, যিনি প্রমিলা দেবী নামেই বেশি পরিচিত, ১৯০৮ সালের ১০ মে (১৩১৫ সালের ২৭ বৈশাখ মতান্তরে ১৭ বৈশাখ) মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে জন্মগ্রহন করেন। পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে প্রমিলা দেবীর জীবন জড়িয়ে যায়।

১৯২১ সালে যখন ইংল্যান্ডের রাজপুত্র ভারতে আসেন, তখন নজরুল কুমিল্লায় চলে যান। কংগ্রেস সেই সময় ভারত জুড়ে হরতাল ডেকেছিল এবং নজরুল তার মিশ্রণটি কাঁধে রেখে হারমোনিয়াম নিয়ে মিছিল প্রতিবাদ করেছিলেন এবং জাগরণী গানটি গেয়েছিলেন। তিনি প্রতিবাদ সমাবেশ নিয়ে কুমিল্লা শহর ঘুরেছিলেন।

পরের বার তিনি ১৯২২ সালে কুমিল্লায় এসে কিছুকাল সেখানে অবস্থান করেন এবং তিনি বীরেন্দ্র কুমার সেনগুপ্তের বোন প্রমিলার প্রেমে পড়েন। প্রমীলার প্রতি তাঁর ভালবাসার চিহ্ন হিসাবে তিনি একটি বিজয়িনী কবিতাও লিখেছিলেন। অসহযোগ আন্দোলনের সময় প্রমিলা তার স্কুল ছেড়ে চলে যায়। নজরুল তার ব্যক্তিত্ব, গানের প্রতি ভালবাসা এবং তাঁর সংস্কৃত আচরণের জন্য প্রমিলার প্রতি আকৃষ্ট হয়েছিলেন।

কুমিল্লায় অবস্থানকালে তিনি নিয়মিত তাঁর লেখা পাঠানোর জন্য দৈনিক পত্রিকা সেবক থেকে একটি চিঠি পেলেন। তখন থেকে তিনি সেবক সম্পাদনার দায়ভার গ্রহণ করেছিলেন। কিন্তু তখন তাদের বিবাহ বীরেন্দ্র কুমার সেনগুপ্তের পরিবারসহ বেশ কয়েকটি কোণ থেকে অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল। প্রমীলার মা এসএম গিরিবালা দেবী তাঁর নিজ উদ্যোগে এই বিবাহের ব্যবস্থা করেছিলেন। তিনি কন্যা প্রমীলাকে আশ্রয় ছেড়ে বীরেন্দ্র কুমার সেনগুপ্তের বাড়ি রেখে কলকাতায় এসেছিলেন। ব্রাহ্ম সম্প্রদায়ও এই বিয়ের বিরুদ্ধে গিয়েছিল। গিরিবালা দেবী এই সমস্ত বাধা অতিক্রম করে প্রমিলার বিবাহ সম্পন্ন করেছিলেন।

সরকার হুগলি জেলার আবেদনকারী খান বাহাদুর মাজাহারুল আনোয়ার চৌধুরী এই বিয়ের সমস্ত দায়বদ্ধতা গ্রহণ করেছিলেন। তাঁর কন্যা, মিসেস এম রাহমান, "মা ও মিয়ে" একটি উপন্যাসে এই বিয়ের গল্পটি বিস্তারিতভাবে প্রকাশ করেছেন। তিনি নিজের ছেলের মতো নজরুলের প্রতি খুব স্নেহশীল ছিলেন এবং এই বিয়ের সমস্ত ব্যয় বহন করেছিলেন।

৬ নম্বর একটি বাড়ি হাজী লেনকে এই বিয়ের জন্য ভাড়া করা হয়েছিল এবং নজরুল ও প্রমিলা বিয়েটি ২৫ এপ্রিল ১৯২৪ ( ১২ বৈশাখ ১৩৩১)অনুষ্ঠিত হয়েছিল। এই বিয়েতে কাজী হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক মইনুদ্দিন হোসেন। সাক্ষী হিসেবে কুমিল্লার আবেদনকারী আবদুস সালাম, সাংবাদিক মোঃ ওয়াজেদ আলী এবং কবি খান মুহাম্মদ মাইউদ্দিন উপস্থিত ছিলেন। প্রমিলা ১৮ বছর বয়স না পাওয়ায় নাগরিক বিবাহ সম্ভব ছিল না বলে "অহেলা কেতাব" এর বিধি অনুসারে বিয়ে হয়েছিল। এই নিয়মে কনে নিজের ধর্ম বজায় রাখতে পারে। এই বিয়ের পরে প্রমিলার নাম দেওয়া হয়েছিল আশালতা।

আগে থেকে বিয়ের তারিখ ঘোষণা করা হয়নি এবং নজরুলের বন্ধুরা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পারেনি। তবে মোঃ ওয়াজেদ আলী আবুল কা এর স্বাক্ষর সহ অভিনন্দনের একটি লিখিত বিবৃতি জারি করেছিলেন; লাম সামসুদ্দিন, আবুল মাসুর আহমদ এবং খান মুহাম্মাদ মইউদ্দিন। এই বিবাহে কোনও অমুসলিমকে আমন্ত্রণ জানানো হয়নি এবং গিরিবালার কোনও আত্মীয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

দীর্ঘদিন রোগে ভুগে ১৯৬২ সালের ৩০ জুন প্রমীলা মারা যান। তাঁকে সমাধিস্থ করা হয় চুরুলিয়ায় নজরুলের পৈতৃক বাড়িতে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে ৩ দিন ধরে গ্যাস নেই, গ্রাহকদের মাঝে ক্ষোভ

নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকার সঞ্চালন লাইনের পাইপ ফেটে রাজধানীর উপকণ্ঠ মুন্সীগঞ...

মুন্সীগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৩৯ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ ক...

ছাত্রদল নেতা হত্যাকাণ্ডে আসামিরা জামিনে বের হয়ে পরিবারকে হুমকি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা মীর হোসেন সাদ্দাম-এর হ...

এবার ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেন তাহেরি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুন্নি জোটের পক্ষ থেকে ৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত...

মনোনয়ন নিয়ে দলে বিভাজন, বিএনপির তালিকা সংশোধন এ মাসেই

বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় বড় ধরনের প...

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের ‘লং মার্চ টু সচিবালয়’ বুধবার

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ আগামীক...

ডিসেম্বরে এনসিপির নেতৃত্বে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

ডিসেম্বরে এনসিপির নেতৃত্বে নতুন রাজনৈতিক জোট আত্মপ...

তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

তিন দফা দাবিতে দেশজুড়ে তিন দিনের পূর্ণদিবস কর্মবির...

মনোনয়ন নিয়ে দলে বিভাজন, বিএনপির তালিকা সংশোধন এ মাসেই

বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় বড় ধরনের প...

জাতীয় নির্বাচনে কমনওয়েলথের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা