ছবি : সংগৃহিত
পরিবেশ
প্রশাসন নির্বিকার

অবৈধ ড্রেজার বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন

কামরুজ্জামান স্বাধীন,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন এলাকা থেকে ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে নদ-নদী, পুকুর, খাল-বিল ও জলাশয় থেকে এসব বালু তোলা হচ্ছে।

আরও পড়ুন : রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ফলে পার্শ্ববর্তী রাস্তা ও জমিতে ভাঙনের সৃষ্টি হচ্ছে, তেমনি স্থানীয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। এর জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন পরিবেশকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়াদামার হাট সরদার পাড়ায় বিরোধপূর্ণ পুকুরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করে বিক্রি করছেন একই এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত তহশিলদার আইনুল হক সরদার ও অবসরপ্রাপ্ত সৈনিক আলমগীর হোসেন

সরদার বলেন, আমাদের নিজস্ব পুকুর ডেজার মেশিন বসিয়ে আমারা বালু উত্তোলন করছি। বালু উত্তোলন শেষ হলে আমরা মাছ চাষ করবো।

আরও পড়ুন : মেঠোপথের তালগাছে মুগ্ধ হচ্ছে পথিক

গত বৃহস্পতিবার (১৬ মার্চ) এ ঘটনায় প্রতিপক্ষ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। এদিকে থেতরাই ইউনিয়নের টোপের ছড়া বিলে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা দীর্ঘদিন থেকে বালুর ব্যবসা চালিয়ে আসছেন বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে উপজেলা প্রশাসনে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, বালু আমি তুলছি, পত্রিকায় দাও। এখন ব্যস্ত আছি পরে কথা বলবো।

এছাড়া উপজেলার বজরা ইউনিয়নের তিস্তা নদীর কিনার সাদুয়াদামার হাট গাছবাড়ি, চর বজরা, গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া, তবকপুর ইউনিয়নের বামনাছড়া, হাতিয়া ইউনিয়নের অনন্তপুর সহ উপজেলার বিভিন্ন স্থানে যত্রতত্র ভূগর্ভস্থ বালু উত্তোলন করা হচ্ছে।

আরও পড়ুন : ঢাকায় কালবৈশাখীর আভাস

ফলে এই এলাকার পরিবেশ-প্রতিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে বলে পরিবেশকর্মীদের দাবি।

রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি উলিপুর উপজেলা শাখার সভাপতি আপন আলমগীর বলেন, ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলন নিষিদ্ধ। অথচ যত্রতত্র ভূগর্ভস্থ বালু উত্তোলন করা হচ্ছে।

বালু উত্তোলনের ফলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। রাস্তা, বসতভিটা ও কৃষি জমিতে ভাঙনের সৃষ্টি হচ্ছে। শব্দ দূষণের ফলে বালু উত্তোলনের জায়গার আশপাশের প্রাণিকূলের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। এরজন্য তিনি স্থানীয় প্রশাসনকে দায়ী করেন।

আরও পড়ুন : ভূমিকম্পে ৬৬৬০ বিদেশী নিহত

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা বলেন, যেখান থেকে অভিযোগ কিংবা খবর পাওয়া যাচ্ছে সেখানেই আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। উপজেলার কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা