বিনোদন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শোবিজ অঙ্গনের শিল্পীরা।
আরও পড়ুন: বাস্তবেও হ্যাপি এন্ডিং হয়
মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান শিল্পীরা।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে শিল্পীদের।
আরও পড়ুন: ইরানের চলচ্চিত্র উৎসবে ফেরেশতে
এই অভিনেতা আরও বলেন, টানা ৪র্থ বারের মতো নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে শিল্পীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম আমরা। তিনি আবারও নির্বাচিত হওয়ায় তাকে আমরা আন্তরিক অভিনন্দন জানিয়েছি।
চিত্রনায়ক রিয়াজ, নায়িকা নিপুণ, অভিনেতা মীর সাব্বির, সাজু খাদেম, ঊর্মিলা শ্রাবন্তীকর, শমী কায়সার, তানভীন সুইটি প্রমুখও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য গিয়েছিলেন।
সান নিউজ/এসকে