সংগৃহীত ছবি
বিনোদন

আপনাদের কনসার্টে কুঁড়েঘর আর আসবে না

বিনোদন ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সংগীতশিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েনসার তাসরিফ খান। তার গান তথা ব্যান্ড কুঁড়েঘরের গান মন জয় করে নিয়েছে শ্রোতাদের। কিন্তু হঠাৎই এক খারাপ অভিজ্ঞতার মুখে পড়লেন তাসরিফ ও তার ব্যান্ড কুঁড়েঘর।

আরও পড়ুন: হুমকির মধ্যেই শ্যুটিংয়ে সালমান

রোববার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে সেই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তাসরিফ।

মূলত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি জেলা ভিত্তিক ছাত্র কল্যাণ সমিতির আমন্ত্রণে কনসার্টে পারফর্ম করতে যায় কুঁড়েঘর। সেখান থেকে কুঁড়েঘর-দলের বাকি সদস্যদের সাথে একটি ছবি পোস্ট করে তাসরিফ লেখেন, ‘রাত ৩টা বেজে ৪ মিনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার সমস্ত শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে লেখা শুরু করছি।’

তাসরিফ লেখেন, ‘মাঝে মাঝে কথা বলা উচিত, কথা বলতে হয়। কুঁড়েঘর ব্যান্ডের ৮ বছরের যাত্রায় আজকের রাতের মতো বাজে অভিজ্ঞতার শিকার আমরা এর আগে হইনি। মূলত এই কনসার্ট এর আয়োজক ছিল মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রথমে আমাদের স্টেইজ টাইম জানানো হয় ১০ তারিখ রাত ৮ টায়। শো এর আগের দিন আয়োজক রা আমাদের বলেন আমরা স্টেইজে উঠবো রাত ১১ টায়। তাদের জানানো সময় অনুযায়ী আমরা রাত ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে পৌঁছাই। এসেই শুনি উনাদের প্রোগ্রামে মিস ম্যানেজমেন্ট হচ্ছে, আমাদেরকে আরও পরে উঠানো হবে। সময় গড়াতে গড়াতে রাত ৩ টা পর্যন্ত অপেক্ষা করে আমরা জানতে পারি তাদের মিস ম্যানেজমেন্ট এর জন্য আমাদের পারফর্ম করা হচ্ছে না।’

আরও পড়ুন: দুই দশক পর জুটি বাঁধছেন আমির-অজয়

তাসরিফ আরও লেখেন, ‘এখানে কয়েকটা ব্যাপার ঘটল! আপনারা যে শুধু একটা ব্যান্ড কে ৫ ঘণ্টা অপেক্ষা করিয়ে পারফর্ম করতে দেননি ব্যাপারটা তা নয়, আপনারা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আমাদের শ্রোতাদের। তাদের অনেকেই এই পোস্ট না দেখলে হয়ত এটাও জানতোনা যে কুঁড়েঘর এসেছিল এবং তাদের মতোই অপেক্ষা করেছিল তাদের গান শোনাতে। বাংলাদেশের ব্যান্ড সিনারিওতে এই গল্প কোন নতুন গল্প নয়। বাস্তবতা হচ্ছে সকল ব্যান্ড প্রায় সব কনসার্টেই সময়মতো পৌঁছে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে পরে পারফর্ম করে এবং কেউ এটা নিয়ে কখনও কমপ্লেইন করে না। আমরা যারা ব্যান্ড করে পারফর্ম করে বেড়াই, কেবল আমরাই জানি একটা কনসার্ট এর গুরুত্ব আমাদের কাছে কতটুকু রয়েছে কিংবা প্রতি শো এর পেছনে আমাদের কত গল্প কত আবেগ জড়িয়ে থাকে।’

কুঁড়েঘর ব্যান্ডের এই কর্ণধার বলেন, যাই হোক, আজকে যারা আমাদের শ্রোতা হয়ে অপেক্ষা করেছেন, আপনারা আমাদের ক্ষমা করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের পরম ভালোবাসার একটি প্রতিষ্ঠান। নিশ্চই আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে। আপনাদের অবগতির জন্য সম্মানের সাথে জানাতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, “মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি” এর আয়োজিত কোন কনসার্ট এ কুঁড়েঘর ব্যান্ড আর কখনও অংশগ্রহণ করবে না।”

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাতিয়া ছাত্র ফোরাম, ঢাকা’র নেতৃত্বে নাসিম-শাকিল

নোয়াখালী প্রতিনিধি: ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত...

মুন্সীগঞ্জে বিস্ফোরণে উড়ে গেছে শিশুর হাতের কব্জি 

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ) প্রতিবাদ: মুন্সীগঞ্জ পৌর এলাকার...

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ছিনতাইকারী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি শহরের গঞ্জপাড়া এলাকায় বিশেষ...

ঝালকাঠিতে কম্বল বিতরণ 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামে শীতার্তদ...

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিব...

গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝ...

পটুয়াখালীতে দুই অপহরনকারী গ্রেফতার অপহৃত উদ্ধার 

নিনা আফরিন,পটুয়াখালী প্রতিনিধি : ...

শরীয়তপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মো. আলামিন সাওন, শরীয়তপুর প্রতিনিধি:

ভোলায় কিশোর-তরুনদের নিয়ে ডায়লগ অনুষ্ঠিত 

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি: &...

কুয়াকাটায় যুবদলের ৩ নেতা বহিষ্কার 

নিনা আফরিন,পটুয়াখালী প্রতিনিধি: ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা