নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
আরও পড়ুন: মৃত্যুহীন দিনে শনাক্ত ৩৬
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টায় ‘এ’ ইউনিট দিয়ে এ পরীক্ষা শুরু হয়। বিকেল ৫ টা ৪০ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে মোট ৬ টি শিফটের পরীক্ষা চলবে।
আগামী ৫ মার্চ নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির এ বছরের ভর্তি পরীক্ষা শেষ হবে।
আরও পড়ুন: রাজধানীর পুরানা পল্টনে আগুন
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা জানান, সকাল ৯ টায় এ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির মোট ৬ টি শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বিকেল ৫ টা ৪০ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে পরীক্ষা চলবে।
এ বছর জাবিতে ১৮৪৪ আসনের বিপরীতে ভর্তিচ্ছু পরিক্ষার্থী সংখ্যা এক লাখ ৯৭ হাজার ৮৫১ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১০৮ জন। শিক্ষার্থী।
সান নিউজ/এনজে