আদিল সরকার, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস-২০২২ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে র্যালি করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
আরও পড়ুন : ঠেকানো যাচ্ছে না দর পতন
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ র্যালি করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা যায়, 'রিথিংকিং ট্যুরিজম' কে প্রাতিপাদ্য করে ব্যবস্যায় প্রশাসন অনুষদের সামনে থেকে র্যালি বের করে বিভাগটি।
এসময় বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের নেতৃত্বে বিভাগের সাবেক সভাপতি ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : মেলোনি হতে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী
এছাড়া বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল ও জেসমিন আক্তারসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

র্যালিটা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে 'মৃত্যুঞ্জয়ী মুজিব' মুর্যালে এসে শেষ হয়।
দিবসটি উপলক্ষে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, রিথিংকিং ট্যুরিজম প্রাতিপাদ্য করার কারণ হলো করোনা পরবর্তী ভঙ্গুর ট্যুরিজম সেক্টরকে নতুনভাবে ঢেলে সাজানো।
আরও পড়ুন : বিশ্ব পর্যটন দিবস
যেন এ সেক্টরের মাধ্যমে নতুন কর্মক্ষেত্র গড়ে তুলার সাথে অর্থনীতিক উন্নতি করা যায়৷ মাননীয় প্রধানমন্ত্রীও এই ট্যুরিজম সেক্টরকে এগিয়ে নিতে বেশ কিছু প্রদক্ষেপ নিয়েছেন৷ আমাদের সবাইকে ট্যুরিজম সেক্টরে আরো যত্নবান হতে হবে।
সান নিউজ/এইচএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            