শাবি ক্যাম্পাসে বন্যার পানি
শিক্ষা

শাবি ক্যাম্পাসে বন্যার পানি

সাননিউজ ডেস্ক: শুক্রবার সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ জানিয়েছে, পানি উঠলেও পরীক্ষা নির্দিষ্ট সময়েই শুরু হবে। ক্যাম্পাসের আইসিটি ভবনের দ্বিতীয় তলায় পরীক্ষা হবে। শাবির গেট থেকে নিজস্ব বাস দিয়ে সব পরীক্ষার্থীকে হলে নেয়া হবে।

আরও পড়ুন: বানভাসি মানুষ উদ্ধারে সেনাবাহিনী

সিলেটে বন্যা পরিস্থিতি ফের অবনতির দিকে। প্লাবিত হয়েছে নগরীসহ বিভিন্ন উপজেলার রাস্তাঘাট। পানি প্রবেশ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও। এতে বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

১৯৯৮ সালের পর এবারই প্রথম ক্যাম্পাসে পানি প্রবেশ করেছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

এর মধ্যেই শুক্রবার সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ জানিয়েছে, পানি উঠলেও পরীক্ষা নির্দিষ্ট সময়েই শুরু হবে।

বুধবার থেকে জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। বৃহস্পতিবার তা অবনতির দিকে যেতে থাকে। দিনভর বাড়তে থাকে পানি, প্লাবিত হতে থাকে নতুন নতুন এলাকা।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃহস্পতিবার বিকেল থেকে পানি ঢুকতে শুরু করে। এরই মধ্যে তলিয়ে গেছে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক। তবে এখনও শ্রেণিকক্ষ বা প্রশাসনিক ভবনে পানি ওঠেনি।

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসে প্রবেশের সড়ক, চেতনা-৭১-এর সামনের অংশ, অ্যাকাডেমিক ভবন এ, বি, ডি, ই এর সামনে, ইউনিভার্সিটি সেন্টার, প্রথম ছাত্রী হলের সামনের সড়ক তলিয়ে গেছে পানিতে। অনেক জায়গায় হাঁটুপানিও জমেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের ছাত্রী রায়হানা ইসলাম বলেন, ‘বন্যার পানি বাড়ার কারণে হলের খাবার পানির মোটর খুলে ফেলা হয়েছে। ফলে হলে খাবার পানির সংকট দেখা দিয়েছে। এর মধ্যে সন্ধ্যা (বৃহস্পতিবার) থেকে বিদ্যুৎ নেই।

‘পানি উঠে যাওয়ায় ক্যাম্পাসে প্রবেশের সড়কে যান চলাচল করছে না। ফলে আমরা বাইরে থেকেও খাবার পানি আনতে পারছি না।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা হলের প্রভোস্টসহ সবার সঙ্গে কথা বলেছি। ক্যাম্পাস ও হলের আশপাশে পানি বাড়ায় পোকামাকড় ও সাপের উপদ্রব বাড়ছে। হলের শিক্ষার্থীদের সতর্ক থাকতে বলেছি।’

আরও পড়ুন: ইউক্রেনকে ‘ইইউ’ মর্যাদা দেওয়া উচিত

তিনি হলের শিক্ষার্থীদের উদ্দেশে রাতে ঘুমানোর সময় দরজা-জানালা ভালোভাবে বন্ধ করে মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ দিয়েছেন।

এই শিক্ষক বলেন, ‘১৯৯৮ সালের পর এবার শাবি ক্যাম্পাসে বন্যার পানি প্রবেশ করেছে। বিগত ২২ বছরে এমন পানি আর হয়নি।’

শুক্রবারের ভর্তি পরীক্ষা যথাসময়ে হবে জানিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, ‘শাবিতে মাত্র ৭০ জন পরীক্ষার্থী শুক্রবার সকাল ১০টায় ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ছুটি শেষে বাংলাবান্ধা স্থলবন্দর চালু

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি:...

খাগড়াছড়িতে ৪১ প্রার্থীর মনোনয়ন দাখিল

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

দীর্ঘতম আলপনায় বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: এশিয়াটিক এক্সপে...

খাগড়াছড়িতে নানা আয়োজনে নববর্ষ উদযাপন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

শিবগঞ্জে তেলের গোডাউনে আগুন

জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তেলে...

বজ্রপাতে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি : ঝালকাঠিতে বজ্রপাতে সিহাব জমাদ্দার (১৫) নামে...

মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ...

বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ...

কেএনএফের আরও ৯ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি : বান্দরবানের রুমায় দুর্গম পাহাড়ি এলাকা থেকে...

বজ্রপাতে প্রাণ গেল ২ জনের 

জেলা প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে পৃথক বজ্রপাতে ২ জনের মৃত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা