শিক্ষা

ধূমপানের ভিডিও ভাইরাল, চার ছাত্রী বহিষ্কার

সান নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির চার ছাত্রীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। এর আগে একটি গলিতে দাঁড়িয়ে স্কুলড্রেস পরিহিত চার স্কুলছাত্রী ধূমপান করছিল। ওই মুহূর্তের ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুন: তারকাদের কলকাতায় যাওয়ার হিড়িক

ভাইরাল হওয়া ৪২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির তিন ছাত্রী স্কুলের পাশের একটি কোচিং সেন্টারের গলিতে বিদ্যালয়ের পোশাক পরিহিত অবস্থায় ধূমপান করছেন। ওই তিন ছাত্রীর একজনকে জ্বলন্ত সিগারেট টানতে দেখা যায় এবং আরেক ছাত্রীকে দেশলাই দিয়ে সিগারেটে আগুন ধরাতে দেখা যায়। এ সময় পাশে আরেক ছাত্রীকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায়। ওই তিন ছাত্রীর ধূমপানের দৃশ্য অপর পাশ থেকে মোবাইলে ভিডিও ধারণ করেন অন্য শিক্ষার্থীরা। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ একজন ছড়িয়ে দেয়।

এর আগে গত ২০ এপ্রিল ভিডিওটি নজরে আসে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের। তারা নিশ্চিত হয়, ভিডিওতে ধূমপানরত চারজন অষ্টম শ্রেণির ছাত্রী। পরে তাদের মৌখিকভাবে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান।

জানা গেছে, যখন ভিডিওটি দেখে কর্তৃপক্ষ, তখন পবিত্র রমজান মাস ছিল। স্কুল বন্ধ ছিল। সে জন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরে গত মঙ্গলবার (১০ মে) ওই চার শিক্ষার্থীকে মৌখিক বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের স্কুলে ডেকে এনে বহিষ্কারের বিষয়টি জানান বিদ্যালয়ের অধ্যক্ষ মনিরুজ্জামান। ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিয়ে যেতে বলা হয়।

আরও পড়ুন: তিনদিনের রিমান্ডে পি কে হালদার

এ ব্যাপারে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে চার ছাত্রীর ধূমপানের বিষয়টি নজরে আসে। ওই ছাত্রীরা এ বিদ্যালয়ে পড়লে তারা শিক্ষার্থীদের তিরস্কারের শিকার হয়ে বিব্রতকর অবস্থায় পড়তে পারে। এছাড়া ওই ছাত্রীদের ভবিষ্যৎ বিবেচনা করে অভিভাবকদের ডেকে এনে অন্য বিদ্যালয়ের ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা মুঠোফোনে বলেন, ছাত্রীদের ধূমপানের বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে আলাপ করে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

“আওয়ামী লীগের আগে জামায়াতের নিষিদ্ধ হওয়া উচিত ছিল”

আওয়ামী লীগের আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা উচি...

“রপ্তানি পণ্যে বসবে ভারী শুল্ক”

ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ না করে, তব...

ভোটের মাঠে প্রায় ১ লাখ সেনা সদস্য থাকবে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৯০ থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন...

শিক্ষকদের আন্দোলনে বিএনপির সংহতি প্রকাশ

শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে বিএনপি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্...

সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলা

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গা...

দলীয় উপদেষ্টাদের বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা ব...

স্বপ্নে নবাব সিরাজউদ্দৌলার নির্দেশ, ৯ বছরের সাধনায় তৈরি মুকুট

৫১ বছর আগে এক অদ্ভুত স্বপ্নে দেখা পেয়েছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দ...

ঢাকার ১১ এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা রাজধানীর ১১...

মাদারীপুরে মাদ্রাসাছাত্রী হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

মাদারীপুরে আলোচিত মাদ্রাসাছাত্রী দীপ্তি ধর্ষণ ও হত্যা মামলায় ইজিবাইকচালক মো....

মেহেদী উৎসবের মধ্য দিয়ে ইবিতে ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী মেহেদী উৎসব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা