জেলা প্রতিনিধি: চট্টগ্রামের কালুরঘাটে টেম্পুর নিচে চাপা পড়ে ফাতেমা তুজ জোহরা (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে।
আরও পড়ুন: এসি বিস্ফোরণে আহত ব্যক্তির মৃত্যু
সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফা বাড়ির মো. হাসানের মেয়ে।
এই ঘটনায় সোমবার (২৯ এপ্রিল) রাতে নিহত কলেজছাত্রীর ভাই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে টেম্পু চালকের বিরুদ্ধে ৯৮/১০৫ সড়ক পরিবহন আইনে বোয়ালখালী থানায় মামলা করেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা
ঘাতক টেম্পু চালক উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খরঞ্জপাড়ার আবু বক্করের ছেলে রেজাউল করিম জিসান।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে টেম্পুচালক রেজাউল করিম জিসানকে (২১) আটকের পরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক আবু মুসা জানান, ফেরিতে ওঠার ব্রিজে মধ্যে একটি টেম্পুর নিচে চাপা পড়ে মেয়েটি। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
প্রাথমিকভাবে জানা যায় গাড়িটি হঠাৎ করে পেছনের দিকে আগাতে থাকে। এ সময় গাড়ির পেছনে চাপা পড়ে ফাতেমা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন জানান, ঘটনার সাথে সাথেই টেম্পুটি জব্দ করে টেম্পু চালককে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করার পর চালককে গ্রেফতার দেখিয়ে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
সান নিউজ/এমএইচ/এনজে