জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে সার্কাসের হাতির আক্রমণে মোসাব্বির (১২) নামের শিশু নিহত হয়েছে।
আরও পড়ুন: নোবিপ্রবির চলন্ত বাসে হামলা
বুধবার (৮ নভেম্বর) সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোসাব্বির নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার মাস্টারপাড়া গ্রামের বুলবুল ইসলামের ছেলে।
মানিকড়া গ্রামের আজহার আলি বলেন, সকাল থেকে এই এলাকায় দুটি পাগলা হাতি ঘোরাঘুরি করছিল। এসময় হাতি দুটির সামনে পড়ে যায় মোসাব্বির। তখন তাকে আছড়ে মাটিতে ফেলে দেয় হাতি দুটো।
এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৪
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, একটি হাতিকে আমনুরা শিমুলতলা মোড়ে আটক করেছে গ্রামবাসী। অন্যটি এখনো আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, রাজশাহী বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। বন বিভাগের একটি টিম হাতিটিকে আটক করে নিয়ে যাবে।
সান নিউজ/একে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            