আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়িতে মো. সেলিম মিয়া (৩২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন : বিনা পরোয়ানায় গ্রেফতারের সুযোগ নেই
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তিনটহরী ইউনিয়নের মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন গাছের সাথে গলায় ফাঁস লাগানো ব্যক্তিকে দেখতে পেয়ে মানিকছড়ি থানায় ফোন দিয়ে জানালে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুপুর ১টা ৩০ মিনিটের সময় মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন : গণতন্ত্র হুমকির মুখে
তিনটহরী ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, নিহতের স্ত্রী শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে অন্যের জমি থেকে কাজ করে বাড়িতে এসে ঘরের মধ্যে স্বামীকে দেখতে না পেয়ে আশপাশে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির অদূরে গাছের সাথে গলায় ফাস লাগানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। স্বামীর এ অবস্থা দেখে স্ত্রী সুমির চিৎকারে আশপাশের লোকজন ছুঁটে এসে জড়ো হয়। পরে পুলিশকে খবর দেয়া হয়।
নিহতের স্ত্রী জানান, সংসারের অভাব, অনটন নিত্য দিনের সঙ্গী। তাই স্বামী-স্ত্রী দু’জনই মানুষের জমিতে মাঝে মধ্যে কাজ করতাম। সংসারের অভাব ব্যতিত পরিবারের অন্য কোন ঝড়-ঝাপটা নেই। অভাব থাকলেও সুখে-শান্তিতে ছিলাম। কেন যে এমনটা করলেন বুঝতে পারছি না। এখন এ বাচ্চাদের নিয়ে আমি কি করবো কিছুই জানি না।
আরও পড়ুন : রোমানিয়ায় বাংলাদেশিসহ আটক ৩২
নিহত সেলিম মিয়া এলাকার বাসিন্দা সুন্দর আলীর ছেলে। ২ মেয়ে ও ১ পুত্র সন্তানের পিতা তিনি।
মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি খোঁজ-খবর নিয়ে আইনগত পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সান নিউজ/এমআর
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            