সারাদেশ

কথা রাখেননি লঞ্চ মালিকেরা

নিজস্ব প্রতিবেদক:

সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালানোর কথা থাকলেও সে কথা রাখেননি লঞ্চমালিকেরা। সোমবার (০১ জুন) থেকে ভিড়ে ঠাসা লঞ্চগুলোকে ঘাট ছাড়তে ও ঘাটে ভিড়তে দেখা গেছে। স্বাস্থ্যবিধি রক্ষার কোনো বালাই সেখানে নেই।

ঢাকার সদরঘাটের লঞ্চ টার্মিনাল, বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী ও বরগুনার লঞ্চঘাটগুলোতে ঘুরে দেখা গিয়েছে, কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

অভিযোগ উঠেছে, এই মহামারির মধ্যেও কোথাও কোথাও ‘রোটেশন’ পদ্ধতিতে নির্ধারিত সংখ্যার চেয়ে কম লঞ্চ চালাচ্ছেন মালিকেরা, যাতে এক লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যায়। আর লঞ্চমালিকেরা বলছেন, অতিরিক্ত যাত্রীর চাপে এ অবস্থা হয়।

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে দেখা যায় শরীয়তপুর থেকে আসা ভিড়ে ঠাসা মিরাজ-৬ নামের লঞ্চটিকে। ঘাটে ভেড়ামাত্রই যাত্রীরা হুড়োহুড়ি, ঠেলাঠেলি করে নামতে শুরু করেন। অনেকের মুখে মাস্ক নেই।

লঞ্চের তরুণ যাত্রী রাকিব হাসান বলেন, পুরো লঞ্চে গাদাগাদি যাত্রী। তিনি কোনোরকমে দাঁড়ানোর জায়গা পান। সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। সোমবারও (১ জুন) এই লঞ্চটিকে গাদাগাদি করে যাত্রী নিয়ে আসতে দেখা যায়। এ ব্যাপারে মিরাজ-৬ লঞ্চটির ব্যবস্থাপক মো. সাঈদ বলেন, যাত্রীদের চাপ থাকায় অনেক সময় স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হচ্ছে না। আর ঘাটে লঞ্চ ভেড়ালে যাত্রীরা কে কার আগে নামবেন, সেই প্রতিযোগিতা শুরু করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক কায়সারুল ইসলাম বলেন, ‘আমরা সদরঘাটে দিনরাত দেখছি, খুব কম যাত্রী স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছেন। মুখে মাস্ক না দিয়ে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।’

স্বাস্থ্যবিধি না মেনে চলায় একটি লঞ্চকে এক হাজার টাকা জরিমানা করেন বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালত।

ঢাকার মতো একই পরিস্থিতি চাঁদপুরেও। গতকাল বেলা ১১টার পর থেকে ঢাকামুখী হাজার হাজার যাত্রী চাঁদপুর ঘাটে এসে ভিড় জমান। লঞ্চগুলোও কোনো স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঘাট ছেড়েছে। এ ব্যাপারে আবে-জমজম লঞ্চের মালিক প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, ‘আমরা ভিড় ঠেকাতে নির্দিষ্ট সময়ের এক-দেড় ঘণ্টা আগে ঘাট ছাড়ছি। আর কোনোভাবে সামলানো যাচ্ছে না।’

চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেও যাত্রীর চাপ কমাতে পারছি না। লঞ্চ কর্তৃপক্ষও তা সামাল দিতে পারছে না।’

যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা গেছে পটুয়াখালী লঞ্চঘাটেও। ঘাটে পৌঁছেও ভিড়ের চাপে লঞ্চে উঠতে পারেননি অনেক যাত্রী। লঞ্চের সংখ্যা কমিয়ে দেওয়ায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

পটুয়াখালী নদীবন্দর সূত্র জানায়, পটুয়াখালী-ঢাকা নৌপথ নয়টি লঞ্চ চলাচলের অনুমতি রয়েছে। একদিন চারটি ও অপরদিন পাঁচটি করে লঞ্চ চলাচলের নিয়ম রয়েছে। কিন্তু লঞ্চমালিকপক্ষ দীর্ঘদিন ধরে নিজেরা রোটেশন পদ্ধতিতে লঞ্চগুলো পরিচালনা করে আসছে। মালিক সমিতি নিজেরা লঞ্চের ট্রিপ কমিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠতে বাধ্য করছে। এই অবস্থায় গতকাল পটুয়াখালী থেকে মাত্র দুটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ার পর গত রোববার (৩১ মে) ৬৬ দিন পর লঞ্চ চলাচল শুরু হয়। রোববার সদরঘাট টার্মিনাল পরিদর্শনে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেছিলেন, ৯৫ শতাংশ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছেন। নৌপথে যাত্রী পরিবহন যদি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তাহলে সরকারের এই সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত নয়। ১৫ দিনের পরিস্থিতি বিশ্লেষণ করে সরকার সিদ্ধান্ত নেবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপজেলা চেয়ারম্যান প্রার্থী পান্নার গণসংযোগ

রাজীব চৌধুরী, কেশবপুর : আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে...

বোয়ালমারীতে স্বর্ণের কারিগরকে কুপিয়ে জখম

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে...

বজ্রপাতের সময় করণীয়

লাইফস্টাইল ডেস্ক: চলমান তাপপ্রবাহ...

নিজ্জর হত্যায় সন্দেহভাজন ৩ জন গ্রেফতার 

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় বসবাসর...

ভালুকায় পানি ও স্যালাইন বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় প্রচন্ড...

কেমব্রিজ পরীক্ষায় ডিপিএস শিক্ষার্থীদের সাফল্য

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি প্রকাশ...

ফরিদপুরে স্টপেজের দাবিতে মানববন্ধন 

বিভাষ দত্ত, ফরিদপুর: ফরিদপুরে রেল...

পাবনায় আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

পাবনা প্রতিনিধি: ‘জলবায়ু স...

অস্ট্রেলিয়া গেলেন বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক: সরকারি সফরে অস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা