সারাদেশ

আরিয়ানের পাশে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার গুইমারার মোটর সাইকেল চালক অসহায় পিতা আব্দুল মালের এর অবুঝ শিশু আরিয়ানের টিউমার ওপারেশনে পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

বুধবার (০২ মে) দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদে চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অসুস্থ শিশুর পিতার হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

“মানবিক সহায়তায় এগিয়ে আসুন” শিরোনামে সোমবার ও মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমসহ একাধিক অনলাইন পোর্টালে সংবাদটি প্রকাশ হয়। গুইমারার বাসিন্দা মোটর সাইকেল চালক আব্দুল মালেক এর ১৬ মাস বয়সের ছেলে অবুঝ শিশু আরিয়ান এর টিউমার ওপারেশনের সাহার্য্যে এগিয়ে আসার সংবাদ নজরে আসে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের।

বিষয়ে নজরে আসতেই তাৎক্ষণিক আরিয়ান এর নিউমার ওপারেশনের জন্য খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়। পরে বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা পরিষদ এর জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী জানান শিশুটির ওপারেশনের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান দ্রুত ব্যবস্থা নিয়ে ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়।

খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সব সময় অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সকল জনগোষ্ঠির কল্যাণে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি জেলা পরিষদ।

চেক হাতে পেয়ে অসুস্থ আরিয়ান পিতা আব্দুল মালেক খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে কৃতজ্ঞ ভরে ধন্যবাদ জানান। সে সাথে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, প্রকাশিত সংবাদের প্রতিবেদক আল-মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও এ সময় ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের টয়লেট ও প্রসাব খানা নির্মাণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতি চাকমার হাতে ৫০ হাজার টাকা তুলে দেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা