সারাদেশ

বিশ্বব্যাপী প্লাষ্টিক দূষণ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

বিশ্বব্যাপী প্লাষ্টিক দূষণের বিরূপ প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহ দিতে নীলফামারীতে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।

রবিবার (১ জুন) সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী চলমান মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনাক সভাপতি আকতারুল আলম।

মানববন্ধনে বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা উদায়ঙ্গুর সেবা সংস্থা (ইউএসএস) এর প্রজেক্ট কো-অর্ডিনেটর সালমা আক্তার ও প্রোগ্রাম এক্সিকিউটিভ আব্দুর রউফ, ডেমোক্রেসি ওয়াচ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিয়া আক্তার, ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার প্রশান্ত বসাক, জেলা পরিবেশ দূষণ ও সংরক্ষণ কমিটির সভাপতি এবং দীপ্তমান যুব সংগঠন এর সভাপতি আব্দুল মমিন, সনাক সদস্য মিজানুর রহমান লিটু, এসিজি সহসমন্বয়ক রুবি বানু ও ইয়েস সহদলনেতা কুমারী বৃষ্টি রানী রায় প্রমূখ।

মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রপ ও একটিভ সিটিজেন্স গ্রপ (এসিজি)-এর সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং ডেমোক্রেসি ওয়াচ, ইউএসএস, ওয়ার্ল্ড ভিশন, বন্ধুসভা, দীপ্তমান যুব সংগঠন ও স্থানীয় নাগরিক সমাজের সদস্যবৃন্দ অংশগ্রহণপূর্বক সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “প্রতিদিন যে হারে প্লাষ্টিক বর্জ্য উৎপন্ন হচ্ছে তা পরিবেশ, জলজ জীবন এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখনই যদি এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে একটি ভয়াবহ পৃথিবী উপহার দিতে হবে।”

এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ‘প্লাস্টিক দূষণ প্রতিরোধে সকলে, একসাথে, এখনই’, ‘প্লাষ্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনছে সরকার

জবাবদিহির আওতায় আনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের, এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্...

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট

ফরিদপুরের বোয়ালমারীতে নারায়ণ চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

জনগণের সিদ্ধান্ত নাকি রাজনীতির সাজানো সম্মতি?

গণভোট হলো জনগণের সরাসরি অংশগ্রহণের একটি পদ্ধতি, যে...

এবার ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ 

নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে সংরক্ষিত প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন যু...

সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে বনদস্যু, তিন শতাধিক জেলে অপহরণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা