দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

পার্টনারশিপের টাকা আটকে রেখে হামলা-হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি

পার্টনারশিপের টাকা আটকে রেখে হামলা-হুমকির অভিযোগে দিনাজপুর প্রেসক্লাব (নিমতলায়) শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর-রামনগর লেবুর মোড় এলাকার মাইনুল ইসলামের পুত্র মো. আব্দুল কুদ্দুস (বাবুল)।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, দিনাজপুর-পশ্চিম রামনগর বাঙ্গীবেচা ঘাট এলাকার মফিজ উদ্দিনের পুত্র মোঃ শাহিনুর ইসলাম তার পিতার প্রাপ্ত টাকা আটকে রেখেছেন এবং জমি সংক্রান্ত বিরোধে জোরপূর্বক দখলদারিত্ব বজায় রেখেছেন।

আব্দুল কুদ্দুস বাবুল জানান, তার পিতা মোঃ মাইনুল ইসলাম ও পার্টনার মোঃ হামিদুর রহমান ও মো হান্নানের সাথে অভিযুক্ত মোঃ শাহিনুর ইসলাম জমি ব্যবসায় যুক্ত ছিলেন। তাদের রামনগর-কালিতলা এলাকার ১.১৮ একর জমিতে নির্মিত আধাপাকা ঘর দুটিতে শাহিনুর ইসলাম অবৈধভাবে দখল করে রেখেছেন এবং সেখানে মাদক সেবন ও অবৈধ কার্যক্রম চালাচ্ছেন। বারবার দখল ছাড়ার অনুরোধ করলেও তিনি তা মানছেন না।

আব্দুল কুদ্দুস (বাবুল) দাবি করেন, মোঃ শাহিনুর ইসলাম জমি ব্যবসায় তাদের পার্টনার হলেও ১.১৮ একর জমির লভ্যাংশ থেকে প্রাপ্ত ৪০ লক্ষ টাকার মধ্যে আব্দুল কুদ্দুসের পিতা মোঃ মাইনুল ইসলামের প্রাপ্য ১৩ লক্ষ ৩৩ হাজার টাকার মধ্যে ৯ লক্ষ ৬০ হাজার টাকা দেওয়া হলেও বাকি ৫ লক্ষ ৫০ হাজার টাকা শাহিনুর ইসলাম পরিশোধ করেননি। গত ২৮ এপ্রিল টাকা চাওয়ায় শাহিনুর ইসলাম তাকে শারীরিকভাবে আক্রমণ ও হুমকি দিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

আব্দুল কুদ্দুস জানান, শাহিনুর ইসলাম দিনাজপুর কোতয়ালী থানায় ডাকাতি ও হত্যা মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে ২০১১ সালের দুটি মামলা (থানা কেস নং-০৫ ও ২৬) রয়েছে, যেখানে ধারা ৩০২/২০১ এবং ৩৯৫/৩৯৭ অনুযায়ী অভিযোগ গঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে আব্দুল কুদ্দুস (বাবুল) স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে ন্যায়বিচার ও তার প্রাপ্য টাকা আদায়ের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিনাজপুর কালিতলা এলাকার বাহার উদ্দিনের পুত্র মোহাম্মদ সোলেমান গনি। মৃত মকিম উদ্দিন এর পুত্র মোঃ হামিদুর রহমান মির্জাপুর এলাকার সাইনুল ইসলাম এর পুত্র মোহাম্মদ জাফরুল ইসলাম জুয়েল।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা