নিজস্ব প্রতিবেদক: সিলেটে জেলার দক্ষিণ সুরমার উপজেলার লালারগাঁওয়ে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (২৬) ও আব্দুল মুকিত (৪০) নামে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ
নিহতরা হলো, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আনজব উল্লাহার ছেলে ও ভবানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তবে আহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার পর সিলেট নগরীর কিনব্রিজের সামনে থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকায় যাওয়ার জন্য যাত্রা শুরু করেন। এরই পথে দক্ষিণ সুরমা উপজেলার লালারগাঁও নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সিলেট-ঢাকা মহাসড়কে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৪ জন। আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            