জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার সালথায় স্কুলে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. এসকেন্দার আলী ফকির (৫৫) নামে এক প্রধান শিক্ষক মারা গেছেন।
আরও পড়ুন: রংপুরে ভূমিকম্প অনুভূত
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের রামখন্ডের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর শিবচরের পাচ্চর এলাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান ওই প্রধান শিক্ষক।
এ দুর্ঘটনায় আহত গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, প্রধান শিক্ষক এসকেন্দার আলী ফরিদপুর শহরের আলীপুর মহল্লা এলাকায় একটি বাসায় বসবাস করেন। তিনি নিজেও ফরিদপুর শহরে ভাড়া থাকেন। সেখান থেকে আমরা প্রতিদিনই মোটরসাইকেলে করে স্কুলে যাওয়া-আসা করি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসাদউজ্জামান বলেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            