জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলার শরণখোলায় নিখোঁজের ১০ দিন পরে মো. সিদ্দিক হাওলাদার (৪৪) নামের ১ দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন খান জাহাঙ্গীরের ঘের থেকে এ লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ১
নিহত দিনমজুর, উপজেলার পশ্চিম বানিয়াখালি গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও ৪ মেয়ে রয়েছে।
গত সোমবার (৩০ সেপ্টেম্বর) থেকে সিদ্দিক নিখোঁজ ছিলেন। এরপর শনিবার (৫ অক্টোবর) সিদ্দিকের ভাইয়ের ছেলে মহারাজ হাওলাদার শরণখোলা থানায় এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজ জানান, অর্ধগলিত অবস্থায় ঐ দিন মজুরের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হয়ত তাকে মেরে এই ঘেরে ফেলে রেখে গেছে। এর পরে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ পাওয়া যাবে। এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সকল আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            