জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. রফিক (৫৫) নামের ১ ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাক বোঝাইকৃত মালামালের সাথে আটকে যাওয়া বৈদ্যুতিক তার সরিয়ে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু
শনিবার (৮ জুন) সকাল ৬ টায় বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৭ নম্বর ওয়ার্ড জমাদার হাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাকচালক, চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মো. মহিউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনার সময় সড়কের ওপর থাকা বৈদ্যুতিক তারের সাথে ট্রাকের মালামাল আটকে গিয়েছিলো। এরপর ট্রাকচালক তা সরিয়ে দিতে গিয়ে বৈদ্যুতিক তার সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এর পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি হেফাজতে নিয়েছে।
আরও পড়ুন: খুলেছে সিলেটের সব পর্যটনকেন্দ্র
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাবরিনা বরেন, শনিবার সকাল ৭টায় রফিক নামের ১ ট্রাক চালককে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সকল পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পরেই তাকে স্থানীয় লোকজন মৃত অবস্থায় হাসপাতালে এনেছেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে জানা যায়।
সান নিউজ/এমএইচ