শিল্প ও সাহিত্য

শিল্পকলায় শুরু হলো ১২তম যাত্রা উৎসব ২০২১

সাংস্কৃতিক প্রতিবেদক : আবহমান বাংলার চিরায়ত এক ঐতিহ্য-যাত্রাপালা। এদেশের শেকড়ের সাথে মিশে আছে যাত্রা। সুরেলা সংলাপ ও বিবেকের গানের সেই চিরচেনা সুরে দর্শকদের বিমোহিত হওয়ার সেই দৃশ্য বর্তমানে বিরল।

প্রযুক্তির উৎকর্ষতায় আকাশ সংস্কৃতির অবাধ প্রবাহের কারণে ঐতিহ্যবাহী যাত্রাপালা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। যাত্রাদলগুলোকে নিবন্ধনের মাধ্যমে হারিয়ে যাওয়া যাত্রাকে পুনরুদ্ধারের লক্ষ্যে প্রতিবছর নিয়মিত যাত্রা উৎসবের আয়োজন করে আসছে শিল্পকলা একাডেমি। এরই ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমিতে শুরু হলো ‘১২তম যাত্রা উৎসব ২০২১’। একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে শুরু হয় ‘যাত্রা শিল্পের নবযাত্রা’ শীর্ষক চারদিনের যাত্রা উৎসব।

উদ্বোধনী দিনে ‘বেহুলা-লক্ষিন্দর’-এর কাহিনীকে কেন্দ্র করে দেশের ৬টি যাত্রাদল তাদের নিয়মিত প্রযোজনার ৬টি যাত্রাপালা পরিবেশন করে।

এদিন ময়মনসিংহের দি নিউ আলেয়া অপেরা পরিবেশন করে ‘বেহুলা’; এই যাত্রাপালাটির পালাকার-জেরিন আক্তার এবং পরিচালনা করেছেন-ফজলুল হক। দ্বিতীয় পরিবেশনায় ‘বেহুলা লক্ষিন্দর’ নিয়ে মঞ্চে আসে ময়মনসিংহের ঈশিতা অপেরা। এই যাত্রাপালাটির পালাকার-রাকিবুল ইসলাম এবং পরিচালনায় ছিলেন-জাফর আলী।

এরপর জামালপুরের হীরামন অপেরা পরিবেশন করে ‘নিজাম খুনি’। এটির পালাকার-জসিম উদ্দিন এবং পরিচালনায় ছিলেন-এম আলী আকবর।

পর্যায়ক্রমিক পরিবেশনায় ময়মনসিংহের দল দি নিউ রূপা অপেরা পরিবেশন করে ‘বেহুলা সুন্দরী’। এর পালাকার- দুরন্তপাধ্যায় এবং নিদের্শনায় ছিলেন-নিজাম উদ্দীন। টাঙ্গাইল জেলার বেহুলা লক্ষিন্দর অপেরা পরিবেশন করে ‘বেহুলা লক্ষিন্দর’; এটির পালাকার-রফিকুল ইসলাম এবং পরিচালনায় ছিলেন-আব্দুর রহিম। দিনের সবশেষ পরিবেশনা নিয়ে মঞ্ েআসে টাঙ্গাইলের ভাসান যাত্রা অপেরা। তারা পরিবেশন করে ‘বেহুলা লক্ষিন্দর’। এটির পালাকার-রফিকুল ইসলাম এবং পরিচালনায় ছিলেন-চান মিয়া।

শনিবার (৩০ জানুয়ারি) এ উৎসবে পিরোজপুরের মহাশক্তি নাট্য সংস্থা পরিবেশন করবে যাত্রাপালা ‘অনুসন্ধান’, মাতা মঞ্জুলী কাদেরী দেবী নাট্যসংস্থা ‘সীতার বনবাস’, বরিশালের আনন্দময়ী নাট্য সংঘ ‘পতিতপাবন গুরুজী’, শিবশক্তি নাট্য সংস্থা ‘মহারাজা হরিশ্চন্দ্র’, দক্ষিণবঙ্গ নাট্যসংস্থা ‘বিমাতার চক্রান্ত’ এবং খুলনার শ্রী গুরুনাট্য সম্প্রদায় ‘ঢাকা জ্বলছে’।

৩১ জানুয়ারি দেখা যাবে-বগুড়ার করতোয়া যাত্রা ইউনিটের যাত্রাপালা ‘জেল থেকে বলছি’, ঠাকুরগাঁওয়ের দেশ বাংলা অপেরা ‘কাশেম মালা, বরগুনার পায়রা যাত্রা ইউনিটের ‘গুনাই বিবি’, পঞ্চগড়ের দি লায়ন অপেরার ‘দেবী সুলতানা’ এবং টাঙ্গাইলের মৌ অপেরার ‘লাইলী-মজনু’।

উৎসবের শেষ দিন ১ ফেব্রুয়ারি পরিবেশিত হবে-বগুড়ার সোনালি নাট্য সংস্থার ‘মিলন মালা’, টাঙ্গাইলের মধুমতি অপেরার ‘লাইলী-মজনু’, খুলনার বনানী অপেরার ‘নিহত গোলাপ’, নরসিংদীর শিবপুর যাত্রা ইউনিটের ‘আলোমতি-প্রেমকুমার’ এবং ব্রাহ্মণবাড়িয়ার পাপি অপেরার ‘আপন দুলাল’ যাত্রাপালা।

প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পযন্ত একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে পরিবেশিত হবে যাত্রাপালা। আসন খালি থাকা সাপেক্ষে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন।

যাত্রাশিল্প উন্নয়ন কমিটির ৩জন সদস্য প্রতিদিনের যাত্রাপালায় উপস্থিত থেকে পরিবেশিত যাত্রাপালাগুলোর মূল্যায়ন করবেন। তাদের মূল্যায়নের ভিত্তিতেই যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে। যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সদস্যরা হলেন-এস এম মহসীন, মিলন কান্তি দে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ১১টি পর্যায়ে ১১৭ (একশত সতের) টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে এবং ১৫টি যাত্রাদলকে বিভিন্ন অভিযোগে নিবন্ধন বাতিল করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় এলেন, সফরের কর্মসূচী 

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে আজ শন...

ফুটবল বিশ্বকাপের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প 

ছেলেদের ২০২৬ বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর য...

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্...

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের এক মাস পর তাসনিয়ার মৃত্যু

রাজধানী উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের...

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে বাধাগ্রস্ত করতে...

জীবন থেকে কলম: বিভুরঞ্জনের অসমাপ্ত গল্প

বিভুরঞ্জনকে আমি তার শৈশবকাল থেকেই চিনি। আমাদের বামপন্থী আন্দোলনের একটি শক্তিশ...

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল

প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়া...

সংবিধানে পিআর পদ্ধতি নেই, সংবিধানের বাইরে যেতে পারি না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, আনুপাতিক পদ্ধতি...

ইসরায়েলি হামলা বাড়ছে, গাজায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের লাগাতার হামলায় নতুন করে আরও অন্তত...

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের এক মাস পর তাসনিয়ার মৃত্যু

রাজধানী উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা