সাংস্কৃতিক প্রতিবেদক : শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় শুক্রবার শুরু হচ্ছে ‘যাত্রা শিল্পের নবযাত্রা’ শীর্ষক যাত্রা উৎসব ২০২১।
যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা ২০১২ বাস্তাবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে চারদিনব্যাপি এবারের উৎসবটি নিয়মিত আয়োজনের ১২তম আসর। দেশের বিভিন্ন অঞ্চলের ২২টি দল এবারের উৎসবে অংশগ্রহণ করছে।
প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে পরিবেশিত হবে যাত্রাপালা। আসন খালি থাকা সাপেক্ষে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন।
যাত্রাশিল্প উন্নয়ন কমিটির ৩জন সদস্য প্রতিদিনের যাত্রাপালায় উপস্থিত থেকে পরিবেশিত যাত্রাপালাগুলোর মূল্যায়ন করবেন। তাদের মূল্যায়নের ভিত্তিতেই যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে।
যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সদস্যরা হলেন, এস এম মহসীন, আফসানা করিম, ড. আফসার আহমদ, তাপস সরকার, মিলন কান্তি দে, নাসিরউদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১জন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে একাডেমির জনসংযোগ বিভাগ।
প্রসঙ্গত, শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ১১টি পর্যায়ে ১১৭ (একশত সতের) টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে এবং ১৫টি যাত্রাদলকে বিভিন্ন অভিযোগে নিবন্ধন বাতিল করা হয়েছে।
সান নিউজ/আরআই