শিল্প ও সাহিত্য

 প্রিয় স্বদেশ

উম্মে সামিরা:

ওগো মা,যাইতে চাহেনা মন তোমারে ছাড়িয়া;
তোমাতে রহিয়াছি পরাণ পাড়িয়া,
দয়া করো মোরে রহিয়াছি যেথা,
লইয়োনা সে ভিটেমাটি কাড়িয়া।
যে সুতোয় বাঁধিয়াছো মোরে,
তবে কী রাখিবেনা চির জনম ভরিয়া?

এ কোন মায়ায় ভুলাইয়াছো মোরে,
এ কোন মন্ত্রবলে?
জানিনে সেই মন্ত্রের হদিস পাইবো কিনা,
বুভুক্ষু এ জনমে।
সংশয়ে রহি,বাহু নাহি চলে,
জীর্ণ চক্ষু মেলে, প্রতি ক্ষনে ক্ষনে।
ওগো মা,দেখিতে কী পাওনা তবু,
অশ্রুতে মোর আঁখি যেনো জ্বলে?
তোমারি শিয়রে রহিয়া দাড়ায়ে,
ভগ্ন হস্ত দিয়াছি বাড়াইয়া;
হৃদয়ে হৃদয় কী মিলাবেনা,
মোরে তব বক্ষে টানিয়া?

বৃথা চেষ্টা করিতেছি হায়!
এতো সাধনা তোমারি তরে,
এ মহা কঠিন চিরসত্য বলিয়া,
মরণ আসিয়া কড়া নাড়ে।

ওগো মা,জন্ম যখন দিয়াছো মোরে,
টানিয়া লইয়ো হে,তোমারও অন্তরে,
প্রাণ-বাতি যবে নিভিয়া যাইবে,
কোলে তুলে নিয়ো এই অধমেরে!
মরিলে মরিবো,তোমারি পরতে,
নতুবা নাহি যাবো যমের দুয়ারে,
হাজার বছর বাঁচিয়া রহিবো,
তোমারই অমৃত কাননে।
তুমি মোর প্রিয়,
হৃদয় সুধায়ে তোমারেই আমি ভালোবাসি বেশ;
লাগুক রক্ত,কিংবা জীবনও,
সপিবো তোমারই তরে,
মোর প্রিয় স্বদেশ!

লেখকঃ উম্মে সামিরা
বারো আউলিয়া ডিগ্রি কলেজ,
চট্টগ্রাম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান !

নেপালে তীব্র বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগের পর দেশটিতে অন্ত...

জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-জাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শ...

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিম...

এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে...

আগে থেকেই সাদিক কায়েমের ব্যালটে ভোটের অভিযোগ রূপাইয়া’র

ডাকসু নির্বাচনে টিএসসির কেন্দ্রে পূর্বে ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ তুলেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা