খেলা

হোয়াইটওয়াশ হয়ে নিউজিল্যান্ডকে দেখে নেয়ার হুমকি কোহলির

ক্রীড়া ডেস্ক:

নিজেদের মাটিতে একেবারে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ভারত। উড়তে থাকা ভারত নিউজিল্যান্ড সফলে গিয়েও ছিল ধারা ছোয়ার বাইরে। সফরের শুরুতে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ করে স্বাগতিক নিউজিল্যান্ডকে। কিন্তু এরপর মাটিতে নেমে আসতেও সময় লাগেনি তাদের। প্রতিরোধহীন ভারত ওয়ানডের পর হোয়াইটওয়াশ হয়েছে টেস্ট সিরিজেও।

নিউজিল্যান্ডের মাটিতে তাদের পরাজিত করা কোন দলের কাছেই সহজ কাজ নয়। তবুও সফরকারী দলটি ভারত বলেই শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ছিল ক্রিকেট প্রেমিদের। ক্রাইস্টচার্চ টেস্টে রাংকিংয়ের এক নম্বর দল ভারত পূরণ করতে পারেনি সেই প্রত্যাশার ছিটেফোটাও। শূণ্য হাতে আত্মসমর্পণ করে হয়েছে হোয়াইটওয়াশ। শেষ টেস্টের তৃতীয় দিনে হার নিশ্চিত দেখে ভারত অধিনায়ক যেন বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছিলেন না।

খেলায় শেষ সময়ে একপর্যায়ে পাড়ার ক্ষুদে কিশোরদের মতো আচরণ করেন কোহলি। অনেকটা আমাদের দেশের পাড়া-মহল্লার খুদে খেলোয়াড়দের মতো মন্তব্য করে বসেন। অন্যের এলাকায় গিয়ে ভালো খেলতে না পারলে যেমন কিশোররা বলে, ‘আমার এলাকায় আসিস, কত খেলা পারিস দেখে নেব তোকে!’ ঠিক তেমনি নিউজিল্যান্ডের খেলোয়াড়দের উদ্দেশ্য করে কোহলি বলেন ইন্ডিয়ায় খেলতে আসলে দেখে নেবেন তাদের।

ভারতীয় সংবাদমাধ্যম ‌‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, ক্রাইস্টচার্চে তৃতীয় দিনে জিততে ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করছিল নিউজিল্যান্ড। স্বাগতিকদের এ ইনিংসে বেশির ভাগ সময়ই স্লিপে ফিল্ডিং করেছেন কোহলি। ফিল্ডিংয়ের একপর্যায়ে সতীর্থদের উদ্দেশে চিৎকার করে কোহলি বলেন, ‘জাব ইন্ডিয়া মে ইয়ে লোগ আয়েঙ্গে, তাব দিখা দুঙ্গা (ভারতে এলে ওদের দেখিয়ে দেব)।’

এখানেই শেষ নয়। পুরো নিউজিল্যান্ড সফরজুড়েই বিভিন্ন কারণে সমালোচিত হয়েছেন বিরাট কোহলি। কেন উইলিয়ামসনের আউটের পর দৃষ্টিকটু উদযাপন যা ভারতীয় সমর্থকদের কাছেও সমালোচিত হয়েছে। এটা নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের সঙ্গেও বিবাদে জড়িয়েছেন ভারত অধিনায়ক।

এসবের পাশাপাশি ব্যাট হাতেও তেমন কিছু করে দেখাতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। ব্যাট হাতে নিউজিল্যান্ড সফরে সব ফরম্যাটে কোহলির ১১টি ইনিংস থেকে এসেছে ২১৮ রান। এর মধ্যে কোনও অর্ধশতক পর্যন্ত নেই।

উল্লেখ্য, টেস্ট সিরিজের আগে ৩ ম্যাচের ওয়ানডেতে সিরিজেও নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিশ্বাস করে না

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আমরা কোন দলের...

২১ বছর ধরে শিশুশিক্ষায় তালপাতার পাঠশালা

শিশুশিক্ষার হাতে খড়ির প্রচলন হিসেবে একটা সময় ছিলো তালপাতার প্রচলন। আর লেখনী হ...

সুন্দরবনের উপকূলে বিলুপ্তির পথে মাটির মটকি

গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ...

সুন্দরবনের উপকূলে ইলিশের সুবাস

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্য ভান্ডার...

নিখোঁজের দুইদিন পর খালে মিলল প্রতিবন্ধী শিশুর মরদেহ

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে ওই শি...

হেলমেট-মাক্স ঢেকে নিষিদ্ধ আওয়ামিলীগের ঝটিকা মিছিল

মানিকগঞ্জে হেলমেট-মাস্কে মুখ ঢেকে আবারো প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম...

গুপ্ত সংগঠন কর্তৃক পরিবেশ বিনষ্ঠের প্রতিবাদে বিক্ষোভ

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক...

বাঁশ ও বেত শিল্পে ধ্বস

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্...

তপু ও ধলা পাহাড়ের হৃদয়স্পর্শী সম্পর্ক

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (র:) মাজারের দিঘিতে থাকা কুমিরের সম্পর্কে। ম...

লক্ষ্মীপুরে আরএসডি'র কর্মকর্তাদের জাগ্রত করতে প্রতীকী জানাযা

লক্ষ্মীপুরে খানাখন্দভরা সড়কগুলো মেরামতের উদ্যােগ না নেওয়া এবং সড়ক ও জনপদের ঘু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা