নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে আরও ৭ থেকে ৮শ বেড বাড়ানো হবে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।
বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যসচিব জানান, শিগগিরই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুচিকিৎসার জন্য এক হাজার ২৫০ বেডের ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতাল উদ্বোধন করা হবে।
সচিব বলেন, ‘উত্তর সিটি করপোরেশনে ১২৫০ বেডের হাসপাতাল, যেখানে ২৫০ বেডের আইসিইউ থাকবে। ওটা অচিরেই উদ্বোধন হবে। আর পর্যায়ক্রমে বক্ষব্যাধি হাসপাতালসহ আরও যে হাসপাতালগুলো আছে সেগুলোতে ৭ থেকে ৮শ বেড বাড়ানোর চেষ্টা করব।’
লোকমান হোসেন বলেন, এখনও আমাদের উপজেলা ফাঁকা আছে। জেলায় ফাঁকা আছে। গত কয়েকদিন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে জানিয়ে তিনি বলেন, ঢাকা শহরে আসন বাড়ানোর বিষয়টি ভাবছে সরকার। কিছু সীমাবদ্ধতা আছে জানিয়ে লোকমান হোসেন বলেন, ‘সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।’
টিকার কার্যক্রম চলমান আছে জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা মাস্ক পরার আহ্বান জানান স্বাস্থ্য সচিব।
সান নিউজ/আরআই
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.