ক্রীড়া প্রতিবেদক : জিতলে সিরিজ নিশ্চিত। আর টাইগাররা হারলে ড্র করার সুযোগ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের। এমন সহজ সমীকরণ সামনে রেখে শুক্রবার বেলা সাড়ে ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
সাধারণত কোনো দল জয় পেলে পরের ম্যাচে উইনিং কম্বিনেশ ভাঙতে চায় না। সেই হিসাবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় পাওয়া বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচে নিশ্চয়ই চাইবে না উইনিং কম্বিনেশন ভাঙতে।
তবে প্রথম ওয়ানডেতে ১২২ রানে অলআউট ক্যারিবীয় দলে আজ পরিবর্তন আসাটা স্বাভাবিক।
প্রথম ম্যাচে বাংলাদেশ দলের ইনিংস সূচনা করেন অধিনায়ক তামিম ইকবাল ও লিটন কুমার দাস। তিনে তরুণ নাজমুল হোসেন শান্ত, চারে সাকিব আল হাসান ব্যাট করেন। পাঁচে বরাবরের মতো মুশফিকুর রহিম, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট করেন।
তার পরই ব্যাটিংয়ে নামার কথা ছিল সৌম্য সরকারের। যদিও তিনি অতীতে ওপেনিং পজিশনে ব্যাটিং করেছেন। সৌম্যর পর ব্যাটিংয়ে নামার কথা ছিল মেহেদী হাসান মিরাজের। নয়ে অভিষিক্ত হাসান মাহমুদ, দশে রুবেল আর সবার শেষে ব্যাটিংয়ে নামার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের।
কিন্তু টার্গেট ছোট হওয়ায় মুশফিক-মাহমুদউল্লাহর পর প্রথম ওয়ানডেতে আর কোনো ব্যাটসম্যানকে মাঠে নামতে হয়নি। তার আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
আজকের ম্যাচেও স্কোয়াডে আগের ম্যাচের কার্বন কপি দেখা যেতে পারে।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
সান নিউজ/এম
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.