জাতীয়

শুধুমাত্র করোনাভাইরাসে মৃত্যুহার ১ শতাংশেরও নিচে

সান নিউজ:
আগে থেকে অন্য কোনো রোগ ছিল না, তবে শুধুমাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে, বিশ্বব্যাপী এমন মানুষের মৃত্যুহার ১ শতাংশের নিচে (০.৯%)। আর সর্বোচ্চ মৃত্যু হচ্ছে ৮০ বছরের উর্ধ্বে যাদের বয়স এবং তাদের মধ্যে যারা আগে থেকেই ভুগছেন বিভিন্ন জটিল রোগে। আবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরনো হৃদরোগী ছিলেন সবচেয়ে বেশি। চাইনিজ কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিসিডিসি) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউ এইচ ও) সমন্বিত গবেষণা এ তথ্য বলছে।

গবেষণাটির তথ্য অনুসারে, চীনে কভিড-১৯ এ নিশ্চিত আক্রান্ত, সন্দেহজনক আক্রান্ত ও উপসর্গধারী-এই তিন ধরনের রোগীদের মৃত্যু পর্যালোচনা করে দেখানো হয়েছে মাত্র ০.৯ শতাংশ মারা গেছেন যাদের আগে কোনোধরনের রোগযুক্ত (কমোরবিডিটিস) ছিল না। মৃত বাকিদের মধ্যে উল্লেখযোগ্য হার ছিল-হৃদরোগ ১৩.২ শতাংশ, ডায়াবেটিস ৯.২%, শ্বাসতন্ত্রের সমস্যা ৮% ক্যান্সার ৭.৬% উচ্চ রক্তচাপ ৮.৪%।

গবেষণাটি বলছে, ল্যাবরেটরি টেস্ট নিশ্চিত হওয়া করোনাভাইরাসে মৃতদের মধ্যে ৮০ বছরের বেশি বয়স্ক মানুষ ছিলেন ২১ দশমিক ৯ শতাংশ আর করোনাভাইরাস জনিত সব ধরনের মৃত্যুর মধ্যে (নিশ্চিত আক্রান্ত, সন্দেহজনক আক্রান্ত ও উপসর্গধারী) ১৪ দশমিক ৮ শতাংশ মানুষের বয়স ছিল ৮০ বছরের উপরে, ৮শতাংশের বয়স ৭০ -৭৯ বছর, ৩ দশমিক ৬ শতাংশের বয়স ৬০-৬৯ , এক দশমিক ৩ শতাংশের বয়স ছিল ৫০-৫৯ বছর। ৪০-৪৯ বছরের মানুষ ছিলেন দশমিক ৪ শতাংশ, আর ৩০-৩৯, ২০-২৯ ও ১০-১৯ বছরের মানুষ ছিলেন দশমিক ২% করে।

গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পর্যন্ত ১০ বছরের নিচে কারো মৃত্যু হয়নি। তবে সবশেষ গতকাল রবিবার যুক্তরাষ্ট্রে এক বছরের কম বয়সী এক শিশুর করোনাভাইরাসে মৃত্যু ঘটেছে বলে জানা গেছে।

এমন তথ্য উপাত্তের ভিত্তিতে বয়স্ক জনগোষ্ঠী এবং আগে থেকে জটিল রোগে আক্রান্তদের প্রতি সর্বোচ্চ সতর্কতায় জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। আর এ কারণে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিত্সকরা বেশি সতর্ক করছেন বয়স্ক ও অন্যান্য রোগে ভুগতে থাকা মানুষদের প্রতি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মুজাহেরুল হক বলেন, করোনা ভাইরাসের ধরণ অনুসারে এখন পর্যন্ত বয়স্ক জনগোষ্ঠী ও অন্যান্য অসংক্রামক রোগাক্রান্ত ব্যক্তিরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন। তাই এ ধরণের মানুষের দিকে নজর রাখা খুবই গুরুত্বপূর্ণ।

আইইডিসিআর এর পরিচালক ড. মীরজাদী সেবরিনা ফ্লোরা জানান, বাংলাদেশে এখন পর্যন্ত যাদের করোনা ভাইরাসজনিত মৃত্যু হয়েছে, তাদের সবার যেমন বয়স ৭০ বছরের উপরে বা কাছাকাছি আবার তাদের প্রত্যেকেই আগে থেকে বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে ভুগছিলেন।

তিনি বলেন, যদিও যে ১৫ জন এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি গেছেন তাদের কয়েকজনেরও আগে থেকে অন্য রোগের জটিলতা ছিল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার...

লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ, পুলিশে সোপর্দ

সাবেক সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফ...

রাতভর কিয়েভে রুশ হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় নিহত হয়েছেন অ...

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চলছে

বুয়েটসহ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন...

বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই: আইএসপিআর

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহি...

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক বাতিল

রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের &l...

মুনিয়ার মৃত্যুতে তৌহিদ আফ্রিদির সংশ্লিষ্টতার প্রমাণ মিলছে

বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির কল রেকর্ডে প্রমাণিত হয়েছে মুনিয়ার মৃ...

চীনের সামরিক কুচকাওয়াজে যাচ্ছেন পুতিন-কিম,আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতারা

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আগামী ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত সামরিক...

নতুন রেকর্ড গড়ল রজনীকান্তের ‘কুলি’

গত জুলাই মাসে মোহিত সুরির ‘সাইয়ারা’ মুক্তির পরই বক্স অফিসে ঝড় ওঠে...

‘ইয়ামালের গাড়ি বা বান্ধবী নয়, ওর খেলা দেখুন’

মাস দুয়েক ধরে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় লামিনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা