আন্তর্জাতিক

রাজার পছন্দে মাহাথিরই মালয়েশিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক:

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ড. মাহাথির মোহাম্মদ। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত তিনিই এ দায়িত্ব পালন করবেন।

২৪ ফেব্রুয়ারি সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করে।

মালয়েশিয়ায় সকাল থেকেই ঘটতে থাকা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়ে বিরামহীন নাটকীয়তা। সোমবার স্থানীয় সময় ৫টার দিকে রাজা ইয়াং দি-পেরতুয়ান আগংয়ের সঙ্গে দেখা করেন মাহাথির। দু’জনের মধ্যে কী আলোচনা হয় সে বিষয়ে কিছু না জানিয়েই প্রাসাদ ত্যাগ করেন মাহাথির মোহম্মদ।

তারপরই মালয়েশিয়া সরকারের মুখ্য সচিব মোহাম্মদ জুকি আলি বলেন, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন দেশটির রাজা আবদুল্লাহ রিআয়াতুদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ। এরপর সোমবার বিকেলে মালয়েশিয়ার সংবিধানের ৪৩ ধারার ২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত মাহাথিরকেই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা।

মুখ্য সচিব মোহাম্মদ জুকি আরো বলেন, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত মাহাথিরই দেশের প্রশাসনিক সব বিষয় দেখাশোনা করবেন।

সংবিধানের আর্টিকেল ৪৩ (২)(এ) অনুসারে, রাজা পার্লামেন্টের নিম্ন কক্ষে নিজের পছন্দসই যে কোন প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারবেন। আর সে পছন্দের মানুষটা যে মাহাথির তাই দেখল মালয়েশিয়ার জনগন।

মাহাথিরের পদত্যাগের পরই সোমবার দুপুরে গুঞ্জন ওঠে, দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। তিনি ক্ষমতাসীন জোটের নেতা আনোয়ার ইব্রাহিমের স্ত্রী।

প্রসঙ্গত, আজ সোমবার আচমকা প্রধানমন্ত্রীর পদ ছাড়েন মাহাথির। তিনি পদত্যাগ করার সঙ্গে সঙ্গে ক্ষমতাসীন পাকাতান হারাপান জোট ত্যাগ করেছে তার দল 'পার্টি প্রিবুমি বেরসাতু মালয়েশিয়া' বা পিপিবিএম।

এর ফলে সংখ্যাগরিষ্ঠতা হারায় পাকাতান হারাপান। অন্যদিকে পিপিবিএমও সংখ্যাগরিষ্ঠতা হারায়। এই অবস্থায় রাজনৈতিক সঙ্কট সমাধানের পথে হাটছিল মালয়েশিয়া।

এ অবস্থায় মাহাথিরকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন রাজা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ঘোষণা: মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ

মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর–গজারিয়া) মনোনয়ন ঘোষণার প্রতিবাদে বিএনপির মহাসচিব...

ফরিদপুর-১ আসনে মনোনয়ন পেলেন খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয়তাব...

কুষ্টিয়ায় সারের ডিলারসহ ৩ ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে সার বিক্রি না করে অবৈধভাবে মজুদ, মেয়াদোত্তীর্ণ কৃষি ওষু...

সীমান্তের বসবাসরত নাগরিকদের সাথে কুষ্টিয়া বিজিবির মতবিনিময়

বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পৃথক দুটি বিও...

গজারিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে দুই বাড়ি পুড়ে ছাই

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি প...

ফরিদপুর-১ আসনে মনোনয়ন পেলেন খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয়তাব...

ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবলে শের-ই বাংলা ফজলুল হক কলেজ চ্যাম্পিয়ন

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকা...

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ঘোষণা: মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ

মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর–গজারিয়া) মনোনয়ন ঘোষণার প্রতিবাদে বিএনপির মহাসচিব...

গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের প্রমাণ রয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপ...

 শুধু খালেদা জিয়া এসএসএফের সুবিধা পাবেন, পরিবারের অন্য সদস্যরা নয়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেই শুধু এসএসএফের নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা