ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে জনসচেতনতা তৈরির ভোটের প্রচারণায় মুন্সীগঞ্জে এসেছে বিশেষায়িত যান ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’।
রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের পুরাতন কাচারী এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেয় সুপার ক্যারাভান। এ সময় ভোটের প্রচারণার উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম প্রমুখ। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও জুলাইযোদ্ধাসহ আপামর মানুষ সেখানে উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সুপার ক্যারাভানে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রচার এবং দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, সুপার ক্যারাভান থেকে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর প্রস্তাবিত গণভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও এর তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়। আধুনিক প্রযুক্তি ও তথ্যসমৃদ্ধ এই ক্যারাভানটি নাগরিকদের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে সচেতন করতে সারাদেশে পরিভ্রমণ করছে।
প্রসঙ্গত, ভোটের প্রচারণায় সুপার ক্যারাভান সোমবার জেলার গজারিয়া, লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলায় এবং পরদিন মঙ্গলবার শ্রীনগর ও সিরাজদীখান উপজেলায় ছুটে যাবে সুপার ক্যারাভান।
সাননিউজ/আরপি