ছবি-সংগৃহীত
খেলা

ভারতে দল পাঠাতে নারাজ পাক ক্রীড়ামন্ত্রী

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে। কিন্তু ভারত তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কার মাটিতে। পাকিস্তানের প্রস্তাব করা হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্টত্বের রড়াই। তবে এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা কাটলেও এবার বিশ্বকাপ নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

বিশ্বকাপের আর কয়েক মাস বাকি কিন্তু এর মধ্যেই পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি জানিয়েছেন, ভারত এশিয়া কাপের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে অনড় থাকলে আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলতে ভারত যাবে না পাকিস্তান ক্রিকেট দল।

আরও পড়ুন : দক্ষিণ এশিয়ার সম্ভাব্য সেরা রাকিব

আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আসরের চূড়ান্ত সূচি এরই মধ্যে ঘোষণা হয়ে গেছে। সূচি ঘোষণা হওয়ার পরই পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণের অনুমতি চেয়ে ইতোমধ্যে সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পিসিবি।

দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক ছাড়পত্র চেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

ওই চিঠির পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন পাকিস্তানে ক্রীড়ামন্ত্রী মাজারি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আমার মন্ত্রণালয়ের অধীনে। ভারত যদি নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ খেলার জন্য অনড় থাকে, তাহলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো নিয়ে একই দাবি করবো আমরা।’

বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে মাজারি বলেন, ‘প্রথম যখন শুনলাম ভারতের সঙ্গে আহমেদাবাদে খেলতে হবে, তখন মনে মনে হেসেছিলাম। নিজেকে বলেছিলাম, আমাদের ভারতে না যাওয়াটাই নিশ্চিত করা হচ্ছে।’

আরও পড়ুন : বাংলাদেশকে হারালো শক্তিশালী ভারত

যদিও আহমেদাবাদ নিয়ে তার ব্যক্তিগত আপত্তি নেই। মাজারি বলেছেন, ‘আহমেদাবাদ কোনও বিষয় নয়। পাকিস্তান আগেও সেখানে খেলেছে। সবই সম্ভব; কিন্তু আগে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া প্রয়োজন। ভারতের উচিত পাকিস্তানে এসে খেলা। পিসিবি চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকায় গেছেন। আগে দেখি তিনি ফিরে এসে কী জানান।’

রাজনৈতিক কারণে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত। তবে পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আলোচনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার একদিন পর এমন কথা বললেন মাজারি।

তিনি আরও বলেন, ‘কমিটির নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। সদস্য হিসাবে ১১ জন মন্ত্রী রয়েছে। তাদের মধ্যে আমি একজন। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে প্রধানমন্ত্রীকে সুপারিশ করবো। প্রধানমন্ত্রী পিসিবির প্রধান উপদেস্টা। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।’

আরও পড়ুন : ইউএস টি-১০ লিগে ৫ বাংলাদেশি

আগামী ৯ থেকে ১৬ জুলাই দক্ষিণ আফ্রিকার ডারবানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠক রয়েছে। সেখানে এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের সঙ্গে কথা বলতে পারেন পিসিবির নতুন চেয়ারম্যান জাকা আশরাফ। ওই বৈঠকে এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এখনও এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়নি। পিসিবির দেওয়া হাইব্রিড মডেলেই টুর্নামেন্টটি যৌথভাবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মাটিতে আয়োজনের সিদ্বান্ত হয়েছে। তবে এই ‘হাইব্রিড মডেলের’ পক্ষে নন মাজারি।

মাজারি বলেন, এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। সব ম্যাচ আয়োজনের অধিকার আছে পাকিস্তানের। ক্রিকেটপ্রেমীরাও তেমনটা চায়। আমি হাইব্রিড মডেল চাই না।’ ক্রিকেটের মধ্যে ভারতই রাজনীতি টেনে এনেছে দাবি করে মাজারি বলেন, ‘ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে এসেছে ভারত। আমি বুঝতে পারছি না ভারত সরকার কেন তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে পাঠাতে রাজি নয়।

তিনি আরো বলেন, কিছুদিন আগেই ভারতের বেসবল দল ইসলামাবাদে খেলে গেছে। ব্রিজ খেলতেও পাকিস্তানে এসেছিল ভারতের খেলোয়াড়রা। সেখানে ৬০ জনের বেশি মানুষ ছিল। ওই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে আমি গিয়েছিলাম। তারা সেখানে জিতেছে। পাকিস্তানের হকি, ফুটবল, দাবা দল ভারতে গিয়ে খেলেছে।

আরও পড়ুন : বরিশালের হয়ে খেলবেন তামিম

নিউজিল্যান্ড-ইংল্যান্ড দলের পাকিস্তান সফরের উদাহরণ টেনে এনে মাজারি বলেন, ‘নিরাপত্তা নিয়ে ভারতের যুক্তি ঠিক নয়। নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দল পাকিস্তান সফর করেছে। রাষ্ট্রপতির সমান নিরাপত্তা পেয়েছে তারা। আগে যখন ভারত দল এখানে এসেছে তখনও ক্রিকেটপ্রেমীরা তাদের স্বাগত জানিয়েছে। নিরাপত্তা হলো অজুহাত। আমরা পাকিস্তান সুপার লিগও (পিএসএল) আয়োজন করেছি, সেখানে অনেক বিদেশী খেলোয়াড় ছিল।’

দু’দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট শুরু করারও পক্ষে মাজারি। তার বক্তব্য, ‘টেলিভিশনে পাকিস্তান-ভারত ম্যাচ সবচেয়ে বেশি দেখে মানুষ। আমরা চাই সুস্থ ক্রিকেট খেলা হোক। আমরা ভারতের কাছে ইতিবাচক সাড়ার আশা করছি।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অপসারণের দাবি

নিজস্ব প্রতিনিধি: নিজের পিএইচডি নিয়ে জালিয়াতিসহ নানা দুর্নী...

খাগড়াছড়িতে বিশ্ব মা দিবস উদযাপন 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

ভূমিদস্যুদের বিচারের দাবিতে মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়...

টঙ্গীবাড়িতে আরিফ হালদারের উঠান বৈঠক অনুষ্ঠিত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্...

সুখবর দিলেন ফারিয়া

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন।...

স্বর্ণপদক পেলেন এনার্জিপ্যাকের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: এনার্জিপ্যাক পা...

অবশেষে দেশে ফিরল এমভি আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: সোমালিয়ান জলদস্...

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অত্যন্ত চমৎকার

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের...

ডোনাল্ড লু ঢাকায় আসছেন কাল

নিজস্ব প্রতিবেদক: ২ দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন যুক্তরাষ...

ভালুকায় কৃষকদের মাঝে উন্নয়ন সহায়তা প্রদান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ২০২৩-২৪ অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা