আন্তর্জাতিক ডেস্ক : ওমানের নতুন সুলতান হাইতাম বিন তারিক আল সাঈদ তার বড় ছেলেকে ওমানের ক্রাউন প্রিন্স মনোনয়ন করেছেন।
মধ্যপ্রাচ্যের দেশটির ইতিহাসে ক্রাউন প্রিন্স মনোনয়নের ঘটনা এটাই প্রথম। মঙ্গলবার নতুন এক উত্তরাধিকার আইন প্রকাশের মাধ্যমে এই মনোনয়ন প্রক্রিয়া নিশ্চিত করেন সুলতান হাইতাম বিন তারিক আল সাঈদ। সোমবার এ বিষয়ে প্রথম একটি ডিক্রি তথা নির্দেশনা জারি করেন সুলতান। খবর আলজাজিরার।
ওমানের যোগাযোগ মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ঘোষণা দেয়া হয়। এই ঘোষণায় ক্রাউন প্রিন্সের নাম উল্লেখ করা না হলেও বড় ছেলে ধি ইয়াজান বিন হাইতামকেই ক্রাউন প্রিন্স বলে ধরে নেয়া হচ্ছে। বর্তমানে সরকারের সংস্কৃতি, খেলাধুলা ও যুব বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন ধি ইয়াজান।
নতুন মৌলিক আইনের ৫ নং আর্টিকেলে বলা হয়েছে, সুলতানের অবর্তমানে তার বড় পুত্র সুলতান হবেন। এভাবে সন্তানদের বয়সের ক্রমানুসারে তারা সুলতানের মর্যাদা লাভ করবেন।
সান নিউজ/আরআই
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.