খেলা

বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক: শিহরণ জাগানিয়া ম্যাচ উপহার দিলো ফ্রান্স। দলটি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ গল্প রচনা করে উয়েফা নেশন্স লিগের ফাইনালে পা রেখেছে। বেলজিয়ামের বিপক্ষে সেমি-ফাইনালে দারুণ এই জয়ের পর ফ্রান্স কোচ দিদিয়ে দেশমের গর্বিত উচ্চারণ, ‘আমরা এখনও সেরা দলগুলির একটি।’

সেরা দলগুলির একটি তো তারা বটেই, বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা! তার পরও তা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে। তারকায় ঠাসা দলের ঔজ্জ্বল্য কমে গিয়েছিল বেশ অনেকটা। পারফরম্যান্স ও ছন্দে এসেছিল ভাটার টান।

গত জুনে ইউরোতে তারা বিদায় নেয় শেষ ষোলো থেকেই। গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে ড্র করে বসনিয়া ও হার্জেগোভিনা এবং ইউক্রেনের সঙ্গে।

পরে বাছাইপর্বের আরেক ম্যাচে তারা ফিনল্যান্ডকে হারায় ২-০ গোলে। এরপর নেশন্স লিগে বৃহস্পতিবারের (৮ অক্টোবর) রোমাঞ্চকর জয়। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকা দল দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জিতে নেয় দ্বিতীয়ার্ধে তিন গোল করে।

মাঠের পারফরম্যান্স তো কথা বলছেই। ম্যাচের পর কোচ দেশমও মনে করিয়ে দিলেন, এই দল ফুরিয়ে যায়নি।

সুইজার‌ল্যান্ড আমাদের ছিটকে দিয়েছিল (ইউরো থেকে), তবে ফ্রান্স জাতীয় ফুটবল দল এখনও টিকে আছে। আমরা সেটা নিশ্চিত করেছি ফিনল্যান্ডের বিপক্ষে, আজকে বেলজিয়ামের বিপক্ষে, যারা ইউরোপ ও বিশ্বের সেরা দলগুলির মধ্যে আছে। আমরাও এখনও সেরাদের মধ্যে আছি।

২০১২ সাল থেকে ফ্রান্সের কোচের দায়িত্বে থাকা দেশমের কাছে এই ম্যাচ তার কোচিং ক্যারিয়ারের সেরাগুলোর একটি। দলের হার না মানা মানসিকতাও তাকে করেছে গর্বিত।

যেভাবে ম্যাচটি গড়িয়েছে এবং আমাদের প্রতিপক্ষ যতটা মানসম্পন্ন ছিল, সব মিলিয়ে এটি সেরা ম্যাচগুলির একটি। প্রতিকূল পরিস্থিতিতে পড়েও তা বদলে দেওয়ার তাড়না ও মানসিকতা আমাদের ছিল। এটা অসাধারণ, দুর্দান্ত মুহূর্ত।

প্রথমার্ধের শেষ ভাগে আমরা গড়পড়তা মানেরও নিচে ছিলাম। কিন্তু যখন থেকে আমরা আগ্রাসী হতে শুরু করলাম, চিত্র বদলে গেল। মাঝবিরতিতে ফুটবলরাররা হতাশ ছিলো, কারণ বেলজিয়ামকে দুটি গোলের সুযোগ আমরাই দিয়েছিলাম। কিন্তু আমরা শেষ পর্যন্ত আমরা দারুণ মানসিকতার ছাপ রেখেছি।

মিলানোর সান সিরো স্টেডিয়ামে রোববার (১০ অক্টোবর) নেশন্স লিগের শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ১৭ জন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্ব...

সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বা...

২১ বছর পর পৃথিবীতে সৌরঝড়ের আঘাত 

আন্তর্জাতিক ডেস্ক: ২১ বছর পর পৃথিবীতে শক্তিশালী সৌরঝড় আঘাত...

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেব...

টাইগারদের শ্বাসরুদ্ধকার জয়

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ র...

বিশ্বকাপের দল ঘোষণা কাল

স্পোর্টস ডেস্ক : আসন্ন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে...

আবারও বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : আবারও দেশের বাজারে সোনার দাম বেড়েছে। শনিব...

এসএসসির ফল কাল, জানা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে এসএসসি পরীক্ষার ফল আগামীকাল রোবব...

বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুৃ

জেলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে ২ নির্মাণশ্রমি...

রাজনীতিতে পরিত্যক্তদের আওয়াজই বড়

নিজস্ব প্রতিবেদক : রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে, যারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা