আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে মৃত মানুষের সংখ্যা সাড়ে ১৯ লাখ ছাড়িয়েছে। একই সময়ে করোনায় সংক্রমিত হয়েছেন ৯ কোটি ১২ লাখেরও বেশি।
মহামারি শুরু থেকে বিশ্বের সব দেশ ও অঞ্চলের করোনা সংক্রমণের হালনাগাদ তথ্য সংরক্ষণ করছে ওয়ার্ল্ডোমিটারস নামের একটি ওয়েবসাইট। তাদের সর্বশেষ তথ্য বলছে, আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ১২ লাখ ৭৫ হাজার ৮৫০ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৯ লাখ ৫১ হাজার ৯০৯ জন।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৩২৫ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৩১ লাখ ১৭ হাজার ৪৫৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৮৫ হাজার ৬৭ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৬ হাজার ২৪৮। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪ লাখ ৭৯ হাজার ৮৭৯ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮১ লাখ ৩৩ হাজার ৮৩৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৩ হাজার ৬১৭ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার (১১ জানুয়ারি) পর্যন্ত বাংলাদেশে মোট ৫ লাখ ২৩ হাজার ৩০২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ পর্যন্ত করোনায় মোট ৭ হাজার ৮০৩ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।
সান নিউজ/বিএস
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.