আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর পূর্বাঞ্চল থেকে উড্ডয়ন করা একটি বিমান দুর্ঘটনায় দেশটির ছয়জন সেনা সদস্য নিহত হয়েছেন। তারা বিমানটিতে করে ভ্রমণ করছিলেন। রোববার (২১ ফেব্রুয়ারি) প্রতিরক্ষা সচিবালয় একথা জানায়। খবর এএফপি’র।
সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়, মেক্সিকোর ভারাক্রুজ রাজ্যে ইমিলিয়ানো জাপাটা থেকে উড্ডয়ন করার পর গ্রীনিচ মান সময় ১৫৪৫ টার দিকে এয়ারফোর্স লেয়ার জেট ৪৫ নামের এ বিমান বিধ্বস্ত হয়।
বিবৃতিতে বলা হয়, সচিবালয়ের তদন্ত কমিশন এ দুর্ঘটনার সম্ভাব্য কারণ খুঁজে বের করতে সেনা ও বিমানবাহিনীর বিশেষজ্ঞ দলে যোগ দেবে। এসব সামরিক সদস্যের পরিচয়ের ব্যাপারে বা তারা কেন ওই বিমানে ভ্রমণ করছিলেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সচিবালয় জানায়, ‘আমাদের এসব সেনা কমরেডের ব্যাপারে আমরা গভীর শোক প্রকাশ করছি।’
সান নিউজ/এসএস
Copyright © Sunnews24x7Newsletter
Subscribe to our newsletter and stay updated.