সারাদেশ

ফরিদপুরে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

বিভাষ দত্ত, ফরিদপুর: অযোগ্যদের দিয়ে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ এনে তা বাতিলের দাবি জানিয়েছে দলটির একাংশের নেতাকর্মীরা।

আরও পড়ুন: স্যানিটাইজার খেয়ে ৮০ জনের আত্মহত্যার চেষ্টা

রোববার ( ১৭ এপ্রিল ) দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান। পরে তারা প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। সেখানে সদ্যগঠিত জেলা বিএনপির আহŸায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, আলী আশরাফ নান্নু, দেলোয়ার হোসেন দিলা এবং সদস্য রশিদুল ইসলাম লিটন, শহীদ পারভেজ ও জাফর হোসেন বিশ^াস এবং মহানগর কমিটির যুগ্ন আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, এমটি আক্তার টুটুল, সামসুল আরেফিন সাগর, আরিফুজ্জামান অপু, এমদাদুল হক এমদাদ ও সদস্য কাইয়ুম মিয়া ও রাজন খান উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাদের সাথে ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, কমিটি বাতিল না হলে দুই কমিটিতে থাকা ৩৬ জনের মধ্যে ২৭ জন নেতা পদত্যাগ করবেন ।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের জেলা বিএনপির ২নং যুগ্ন আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, যে ব্যক্তি দীর্ঘ ৩২ বছর জেলা বিএনপি সুসংগঠিত তো দূরের কথা বরং দলকে ধ্বংস করেছে তাকেই আবার দায়িত্ব দেয়া হয়েছে।

আবার বিগত কমিটির একজন সদস্যকে এবারের কমিটির সদস্য সচিব করে সাবেক কমিটির সম্পাদকদের অমর্যাদা করা হয়েছে। অঙ্গসংগঠনের পদধারীরা বিএনপির কমিটিতে থাকতে পারবেন না বলে নীতিগত সিদ্ধান্ত থাকলেও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামকে সদস্য করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা

এছাড়া মহানগর কমিটিতে একজন বয়স্ক ব্যক্তিকে আহ্বায়ক করা হয়েছে যার পক্ষে সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া কষ্টকর। দুষ্টুচক্র ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করেছে অভিযোগ করে তিনি বলেন, তিনদিনের মধ্যে এই কমিটি বাতিল না করা হলে কমিটির বেশিরভাগ নেতা পদত্যাগ করবে। বিক্ষোভ সমাবেশ থেকে নবগঠিত জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। সেখানে জেলার আহবায়ক করা হয়েছে সৈয়দ মোদারেরছ আলী ইছা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন এবং মহানগর কমিটির আহবায়ক করা হয়েছে এএফএম কাইয়ুম জঙ্গী এবং সদস্য সচিব করা হয়েছে গোলাম মোস্তফা মিরাজকে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ১৭ জন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্ব...

সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বা...

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেব...

টাইগারদের শ্বাসরুদ্ধকার জয়

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ র...

মানুষকে সচ্ছল করতে কাজ করছি

নিজস্ব প্রতিবেদক : বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়ে আমরা প্রত্য...

বিশ্বকাপের দল ঘোষণা কাল

স্পোর্টস ডেস্ক : আসন্ন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে...

আবারও বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : আবারও দেশের বাজারে সোনার দাম বেড়েছে। শনিব...

এসএসসির ফল কাল, জানা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে এসএসসি পরীক্ষার ফল আগামীকাল রোবব...

বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যুৃ

জেলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে ২ নির্মাণশ্রমি...

রাজনীতিতে পরিত্যক্তদের আওয়াজই বড়

নিজস্ব প্রতিবেদক : রাজনীতিতে কিছু পরিত্যক্ত মানুষ আছে, যারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা