স্পোর্টস ডেস্ক: প্রবল আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে নড়বড়ে মনোবলের নিউজিল্যান্ড দল। ওয়ানডে ইতিহাসের প্রথম জয় পেতে টাইগারেরা যখন উন্মুখ তখনি চোখ রাঙানি দিচ্ছে আবহাওয়া।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন তানজিম সাকিব
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২ টায় শুরু হওয়ার কথা ২ দলের ব্যাটে-বলের যুদ্ধ। তবে এ যুদ্ধে পানি ঢেলে দিতে পারে বৃষ্টি।
বুধবার (২০ সেপ্টেম্বর) সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। বাংলাদেশ ও নিউজিল্যান্ড অনুশীলনের সেশন বৃষ্টিতে বিঘ্ন হয়েছে। তবে ক্রিকেটাররা যতটুকু পেরেছেন নিজেদের সামলিয়ে নিয়েছেন।
বৃহস্পতিবার সারাদিনই বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, সন্ধ্যার আগ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭০ শতাংশ। তবে সন্ধ্যার পর তা কমেতে পারে ৫০ শতাংশে এতে বলা হচ্ছে মিরপুরের আকাশেও বৃষ্টি চলবে।
প্রকৃতির ওপর কারোই হাত নেই। তা সংশ্লিষ্টরা মাথায় নিয়েই নিজেদের কাজ চালিয়ে নিচ্ছেন।
আরও পড়ুন: মুক্তি পেল বিশ্বকাপের থিম সং
গতকাল বাংলাদেশ রাত পর্যন্ত একাদশে বাছাই করতে পারেনি। এজন্য টসের আগে উইকেটের অবস্থা, কন্ডিশন বুঝে বাছাই করবে সেরা ১১ জনকে। নিউজিল্যান্ডও নিশ্চয়ই এমন কিছু করবে।
গতকাল উইকেট পুরোটা সময় কভার দিয়ে ঢাকা থাকায়, সূর্যের তাপ না পাওয়ায় উইকেট কেমন হবে তা বলা যাচ্ছে না। তবে মিরপুরের স্লো অ্যান্ড-টার্ণ উইকেট হওয়ারই সম্ভবনা বেশি।
২০১৫ বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে দুর্দান্ত এক সময় কাটিয়েছে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ড বিপক্ষে ঘরের মাঠে রেকর্ডটা আরো শক্তিশালী বাংলাদেশের।
বাংলাদেশ ১৩ বছর ধরে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে কোনো ওয়ানডে হারেনি। সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। ২০১০ সালে বাংলাদেশ পাঁচ ম্যাচের সিরিজে ৪/০ ব্যবধানে জেতে।
আরও পড়ুন: দলে ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ
সবশেষ ২০১৩ সালে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। পরিসংখ্যানের মতে, নিউজিল্যান্ডকে আজ জিততে হলে কঠিন পরীক্ষা দিতে হবে।
বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে। দলে থাকছেন তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের মত অভিজ্ঞ খেলোয়াড়রা।
সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন লিটন দাশ। নিউজিল্যান্ড বিশ্বকাপের আগে একাধিক নিয়মিত ক্রিকেটারকে বিশ্রামে পাঠিয়ে তরুণ দল নিয়ে এসেছে। ফলে ৩ ম্যাচে এ সিরিজে লড়াইটা হবে সেয়ানে সেয়ানে।
আরও পড়ুন: পাকিস্তান-শ্রীলংকা ম্যাচে বিলম্ব
বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ৩৮ ওয়ানডেতে। এর মধ্যে ২৮ জয় কিউইদের, বাংলাদেশের মাত্র ১০ টি। ৩ ম্যাচের এ সিরিজের ফল কাদের সাফল্যের পাল্লা ভারী করে সেটাই দেখার বিষয়।
সান নিউজ/এমএ