জাতীয়

নিয়ন্ত্রণে রূপনগরের আগুন, পুড়লো দুই শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে রূপনগর বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে এই আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টার কিছু পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স ও মেইনটেনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান ১১ মার্চ বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার সকাল নয়টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস অফিস।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডে কয়েক'শ ঘর পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের অনেকেই বলছে প্রায় ২০০ ঘর পুড়ে গেছে।

আগুনে কয়েক হাজার মানুষ ঘর হারিয়েছেন। যে যার মতো ঘরের আসবাবপত্র নিয়ে পাশের রাস্তায় আশ্রয় নিয়েছেন। বস্তিতে অন্তত পাঁচ হাজার ঘর ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এর সঠিক সংখ্যা কেউ বলতে পারেননি।

স্থানীয়রা জানান, আগুন লাগার পর বস্তির বাসিন্দারা যে যার মতো ঘরের আসবাবপত্র নিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন।

বস্তিবাসী সুজন বলেন, ৩২ নম্বর রোডের দিকে প্রথমে আগুন লাছে। কিছুক্ষণের মধ্যে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। কিছু নিয়ে আসতে পারিনি। সব পুড়ে শেষ।

আগুনে ক্ষতিগ্রস্ত আরেক জন হালিমা খাতুন। তিনি বলেন, মাঝামাঝি জায়গায় প্রথমে আগুন লাগে। ঘরে যা পেয়েছি তা নিয়ে বের হয়েছি। কিন্তু সব আনতে পারিনি। কোনো রকমে দু’একটা জিনিষ ও নিজের জান নিয়ে আসতে পেরেছি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স ও মেইনটেন্স) লে. কর্নেল জিল্লুর রহমান বলেন, পর্যায়ক্রমে আমাদের ২৫টি ইউনিট আগুন নিভাতে কাজ করে । আগুন লাগার পর বিভিন্ন আসবাব দিয়ে রাস্তা বন্ধ থাকায় গাড়ি ঢুকতে একটু সমস্যা হয়। আশপাশে প্রচুর পানি সংকট, বিভিন্ন ভবনের রিজার্ভ থেকে পানি নিয়ে আমরা কাজ করেছি। কোনও হতাহতের সংবাদ পাইনি। এখন ডাম্পিং চলছে। পুরোপুরি নির্বাপনের পর আমরা সার্চ করে দেখব হতাহত কেউ আছেন কিনা। আগুনে বস্তির প্রায় ৫০ শতাংশ ঘর পুড়ে গেছে।

তিনি আরও বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ঘোষণা: মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ

মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর–গজারিয়া) মনোনয়ন ঘোষণার প্রতিবাদে বিএনপির মহাসচিব...

ফরিদপুর-১ আসনে মনোনয়ন পেলেন খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয়তাব...

কুষ্টিয়ায় সারের ডিলারসহ ৩ ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে সার বিক্রি না করে অবৈধভাবে মজুদ, মেয়াদোত্তীর্ণ কৃষি ওষু...

সীমান্তের বসবাসরত নাগরিকদের সাথে কুষ্টিয়া বিজিবির মতবিনিময়

বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পৃথক দুটি বিও...

গজারিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে দুই বাড়ি পুড়ে ছাই

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি প...

ফরিদপুর-১ আসনে মনোনয়ন পেলেন খন্দকার নাসিরুল ইসলাম

ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয়তাব...

ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবলে শের-ই বাংলা ফজলুল হক কলেজ চ্যাম্পিয়ন

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে ঝালকা...

মুন্সীগঞ্জ-৩ আসনে মনোনয়ন ঘোষণা: মির্জা ফখরুলের কুশপুত্তলিকা দাহ

মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর–গজারিয়া) মনোনয়ন ঘোষণার প্রতিবাদে বিএনপির মহাসচিব...

গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের প্রমাণ রয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপ...

 শুধু খালেদা জিয়া এসএসএফের সুবিধা পাবেন, পরিবারের অন্য সদস্যরা নয়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেই শুধু এসএসএফের নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা