জাতীয়

ধর্ষণ দেশে মহামারীর রূপ নিয়েছে: ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, বাংলাদেশে নারী ধর্ষণ যে মহামারি আকার ধারণ করবে, তা কল্পনাও করা যায় না। সরকারের উদ্দেশে তিনি বলেন, নিরাপত্তা দিতে না পারলে ব্যর্থতা স্বীকার করে যোগ্য সরকার গঠন করতে হবে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘সরকারকে আমরা বিশেষ করে বলতে চাই, তাদের একটা ন্যূনতম দায়িত্ববোধ আছে। এক নম্বর দায়িত্ব হলো দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা। নারী ধর্ষণের ঘটনা যে মহামারি আকার ধারণ করবে, তা কল্পনা করা যায় না।’ ড. কামাল হোসেন আরও বলেন, ‘যারা সরকার পরিচালনার দায়িত্ব নেন, তাঁদের দায়িত্ব হলো জানমালের নিরাপত্তা দেওয়া, নারীদের নিরাপত্তা দেওয়া। সেখানে তাঁরা যেভাবে ব্যর্থ হচ্ছেন, পত্রিকা খুললেই তা প্রত্যেক পাতায় পাওয়া যায়। কেন? এর উত্তর আমরা দিতে চাই না। আমরা চাই এটা দ্রুত বন্ধ হোক, এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। না পারলে জনগণকে সুযোগ দেন, যোগ্যদের দিয়ে সরকার গঠন করে ঐক্যবদ্ধভাবে সমাজকে সন্ত্রাস থেকে মুক্ত করুক।’ কামাল হোসেন বলেন, ‘দেশে প্রকৃত অর্থে গণতন্ত্র নেই। বলা হয় সংসদ আছে, সাংসদ আছেন। সেখানে কি এগুলো নিয়ে আলোচনা হচ্ছে? সংসদীয় গণতন্ত্র থাকলে সাংসদেরা যে দাবি করতেন, সেটিই আমরা এখানে বলছি।’ এ সময় কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করার আহ্বান জানান কামাল হোসেন। মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, এই দেশ কি সম্ভ্রমহানির রোল মডেল? সেই প্রশ্ন আজ সরকারকে করতে হবে এবং সরকারকেও জবাবদিহি করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনুই সত্যিকারের ধর্ষক কি না, সে প্রশ্ন তোলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘কোনো জজ মিয়া নাটক দেখতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করার যে ষড়যন্ত্র করছেন, ছাত্ররাজনীতি ধ্বংস করার যে ষড়যন্ত্র করছেন, ডাকসুর ভিপিসহ সমস্ত ছাত্রনেতাকে যেভাবে নির্দয়ভাবে প্রহার করেছেন, সেটা ধামাচাপা দেওয়ার জন্য যদি নতুন ব্যবস্থা করেন, সেটিও মানা হবে না।’

মানববন্ধনে গণফোরামের যুগ্ম সম্পাদক মোশতাক আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার, বিকল্পধারার নুরুল আমিন ব্যাপারী, জেএসডির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন প্রমুখ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম...

মুন্সীগঞ্জ সদরে সেনাবাহিনীর অভিযানে ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে সহিংসতা ও নাশকতাকারী শীর্ষ সন্ত্রাসী ইলিয়াস ভূঁইয়ার...

বিএনপির বিরুদ্ধে যারা অপব্যাখ্যা দিচ্ছে, তারাই সন্ত্রাসীদের শেল্টার দিচ্ছে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, যারা বিএনপির বিরুদ্ধে...

সান নিউজের সাংবাদিক সবুজের বাবা মারা গেছেন

সাংবাদিক কুদরতে খোদা সবুজের বাবা শফিউল্লাহ শেখ (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল...

ফেনীতে গণভোট নিয়ে পেশাজীবী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে জেলা...

সুদ ব্যবসায়ীর কাছ থেকে অসহায় পরিবারের ভ্যান উদ্ধার করে দিয়েছে পুলিশ

সুদের টাকা পরিশোধ করতে না পারায় মাদারীপুরের ডাসারে মো. সেকেন্দার মোল্লা (৪৮)...

ছাত্রীকে নিয়ে পালাল প্রধান শিক্ষক, মাদ্রাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধ...

গ্যাস সিলিন্ডার মজুদ করায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

অনুমোদনের অতিরিক্ত গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করার দায়ে মাদারীপুরের কালকিন...

লুট হওয়া প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৪৬২টি খালি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার

মাদারীপুরের শিবচরে সংঘটিত ডাকাতির ঘটনায় লুট হওয়া প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৪৬...

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জেফার ও রাফসান

দীর্ঘদিনের গুঞ্জন আর ভক্তদের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা