আন্তর্জাতিক

দেশ থেকে দেশে দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনা

সান নিউজ ডেস্ক:
দেশ থেকে দেশে ছড়াচ্ছে প্রানঘাতি করোনা ভাইরাস বা কভিড-১৯। চীন ছাড়াও এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যান্য অঞ্চলসহ ৩০ টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন । এছাড়াও আক্রান্ত হয়েছেন প্রায় ১২শ জন।
গত কয়েক দিনের মধ্যে দক্ষিণ কোরিয়া, ইতালি এবং ইরানে দ্রুতগতিতে ছড়িয়েছে এই ভাইরাসের। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের বাইরে এখন পর্যন্ত মোট ১২০০ জনেরও বেশি আক্রান্ত হয়েছে করোনাতে। আশঙ্কা করা হচ্ছে, দ্রুতই হয়তো বিশ্বের সব প্রান্তে এর ধ্বংসাত্মক ও করুণ পরিণতি দেখা যাবে।

ইরানের পর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। আশঙ্কা করা হচ্ছে চীনের পর মধ্যপ্রাচ্যেই সবথেকে ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে করোনা ভাইরাস। ইরানের অবস্থা এরই মধ্যে ভয়াবহ হয়ে উঠেছে। ইরানে উদ্বেগজনকভাবে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইরানের পার্লামেন্টে কোম নগরীর একজন এমপি বলেছেন, ওই শহরে করোনায় মারা গেছেন ৮০ জন। তবে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ দাবি প্রত্যাখ্যান করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও জানানো হচ্ছে এখন পর্যন্ত ১২ জন মারা গেছে দেশটিতে। সর্বশেষ কুয়েত ও বাহরাইনে করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। এরমধ্যে কুয়েতে আক্রান্ত হয়েছেন তিনজন আর বাহরাইনে আক্রান্ত হয়েছেন একজন। তবে ইতিমধ্যে দেশ দুটিতে আরো সংক্রমণ ছড়িয়ে পড়েছে এমন আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া, দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানেও করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে দেশটিতে কতজন আক্রান্ত হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। দক্ষিণ কোরিয়া বলছে, করোনা ভাইরাসে সেখানে নতুন করে আরও ৬০ জন আক্রান্ত হয়েছেন। যা চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৩ জনে।

দক্ষিণ কোরিয়া বলছে, করোনা ভাইরাসে সেখানে নতুন করে আরও ৬০ জন আক্রান্ত হয়েছেন। যা চীনের পর দ্বিতীয় সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৩ জনে।

এদিকে ইরান, কুয়েত, বাহরাইনে করোনা সংক্রমণের ফলে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে তুরস্ক, পাকিস্তান ও আর্মেনিয়া। আর চীন বিপ্লবের পর এবারই প্রথমবারের মতো চীনে পার্লামেন্টের বার্ষিক অধিবেশন স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। এই অধিবেশন বসার কথা মার্চে।

সারা বিশ্বে ভয়াবহ আকারে রূপ নেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৬৩ জনে । আর আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৬৫৮ জন। এছাড়া এ ভাইরাসে নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৫০৮ জন। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার চীনের মধ্যপ্রদেশ হুবেইয়ের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। হুবেই স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, এর প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল চীনে আরও ৭১ জনের মারা গেছেন। এরমধ্যে উহান শহরেই ৬৮ জনের মৃত্যু হয়।

এ অবস্থায় প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও । সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাস এখনও মহামারী আকারে ছড়িয়ে পড়েনি তবে দেশগুলোকে এটি প্রতিরোধের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ্রর সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
প্রায় প্রতিদিনই ভাইরাসের কেন্দ্রস্থল উহানে যেমন নতুন রোগী বাড়ছে, তেমনি নতুন দেশ থেকে করোনা আক্রান্ত রোগীর তথ্য জানা যাচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্রসহ চারজনের মনোনয়ন ফরম সংগ্রহ

মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীসহ চারজন প্রা...

মফস্বল সাংবাদিক ফোরামের ১১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

মফস্বল ও প্রান্তিক পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হ...

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

নাসার চাঁদে অভিযানের দায়িত্বে স্পেসএক্স না ব্লু অরিজিন?

পরবর্তী চাঁদ অভিযান কর্মসূচিতে কোন প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে নাসার নতুন প্রশ...

হোসিয়ারি পল্লীতে ৫০০ কোটি টাকার শীতবস্ত্র বেচা-কেনার সম্ভাবনা

শীতের মাত্রা যত তীব্র হচ্ছে, ততই যেন হোসিয়ারি পল্লীতে ব্যস্ততা বাড়ছে। পরিবারে...

মাদারীপুর-২ মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

সবুজ সংকেত পেয়ে ইসলামী আটদলীয় জোটের মাদারীপুর-২ আসনে প্রার্থী হয়ে মনোনয়ন ফরম...

ময়মনসিংহ-১১ ভোটার সংখ্যা, ব্যয় সীমা ও মনোনয়ন দাখিল সংক্রান্ত নির্দেশনা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৬ ময়মনসিংহ-১১ ভালুকা সংসদীয় আসনের...

গুলিবিদ্ধ এনসিপি নেতা: কুষ্টিয়া সীমান্ত সিল, চেকপোস্ট ও টহল জোরদার

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতাল...

গজারিয়াতে হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিনজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়াতে একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ২ নারীসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা