সান নিউজ ডেস্ক:
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পরেনি। শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানীর মহাখালী থেকে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৬৮টি। এছাড়া চট্টগ্রামে নমুনা সংগ্রহ করা হয়েছে আরও আটটি। করোনা পরীক্ষার জন্য মোট ১ হাজার ৭৬ জনের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর।
ব্রিফিংয়ে এসময় তিনি সবাইকে আবারও নিজ নিজ বাড়িতে অবস্থান করার অনুরোধ জানান। বলেন, এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সমন্বিত কন্ট্রোল রুম খোলা হয়েছে।
দেশে এখন পর্যন্ত ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।
শনিবার (২৮ মার্চ) পর্যন্ত সবশেষ হিসেব বলছে, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৭০ জনে। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৯৭ হাজার ৪৫৮ জন। অপরদিকে ১ লাখ ৩৩ হাজার ৩৭৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.