নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)'এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মৃতদের মধ্যে ৩ জন ঢাকার এবং বাকি দু'জন ঢাকার বাইরে মারা যান বলে সংবাদ ব্রিফিং'এ জানানো হয়।
আইইডিসিআর পরিচালক আরও জানান, দেশে নতুন করে আরও ৪১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে।
এদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী।
এই নিয়ে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৪ জনে। এদের ২০ জনই ঢাকার আর ১৫ জন নারায়ণগঞ্জের। বাকিরা দেশের বিভিন্ন প্রান্তের বলে জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এসময় জানান, গেল ২৪ ঘণ্টায় মোট ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া করোনাভাইরাসের হটলাইনে এ সম্পর্কিত কল এসেছে ৫৯ হাজার ৫৯৫টি।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মারা গেছেন ৭৪ হাজার ৮২০ জন। আর এই ভাইরাস শনাক্ত হয়েছে ১৩ লাখ ৪৯ হাজার ৮৮৯ জনের শরীরে।
Newsletter
Subscribe to our newsletter and stay updated.