নিজস্ব প্রতিবেদক:
ঘূর্ণিঝড় আম্ফান আগামী দু-তিনদিনের মধ্যে সৃষ্টি হতে পারে। আর বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম। এমনটাই বলছে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহিনুর ইসলাম বলেন, আম্ফান এখনও সৃষ্টি হয়নি। এটা সৃষ্টি হতে আরও দু-তিনদিন সময় লাগতে পারে। এর প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা আপাতত কম। তবে এখনও সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না।
তিনি বলেন, দু-তিনদিন পর ঘূর্ণিঝড় আম্ফানের বিষয়ে বিস্তারিত বলা যাবে বলে আশা করছি।
বেশ কিছু দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত প্রসঙ্গে শাহিনুর ইসলাম বলেন, বর্ষণের প্রবণতা কমে তা আসতে পারে। তবে পুরোপুরি থামবে না।
সান নিউজ/আরএইচ
Newsletter
Subscribe to our newsletter and stay updated.