৫ জানুয়ারী,বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এর জন্মদিন। জন্মদিনে তিনি ৩৪ বছর পূর্ণ করলেন। বলিউডের বাদশা ‘শাহরুখ খানের সঙ্গে ’ওম শান্তি ওম ‘ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় দীপিকা পাড়ুকোনের। বলিউডে তিনি একের পর এক জনপ্রিয় ছবি মুক্তি দিয়েছেন। জন্মদিনে তিনি কোন জমকালো অনুষ্ঠান করছেন না কারন, ১০ জানুয়ারী তাঁর নতুন সিনেমা ’ছপাক’ সিনেমাটি মুক্তি পাবে। আর জন্মদিনে তাঁর পরিক্লপনা হলো,অ্যাসিড-সন্ত্রাসের শিকার নারীদের সঙ্গে সময় কাটাবেন। । ভারতের উত্তর প্রদেশের রাজধানীর গোমিত নগরের ‘শিরোজ ‘ক্যাফে’ তে যাওয়ার পরিকল্পনা আছে । ক্যাফিটি পরিচালনা করছেন অ্যাসিড-সন্ত্রাসের শিকার নারীরা। তাঁদের সঙ্গে নিয়ে দীপিকা পাড়ুকোন তাঁর জন্মদিন উদযাপন করবেন।
বলিউডে এক যুগ পার করেছেন দীপিকা। এর মধ্যে তিনি প্রথম সারির অভিনেত্রী হিসেবে বেশ পাকাপোক্তা অবস্থান গেড়েছেন। এবং একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এবং বক্স অফিসের রেকর্ড ভেঙেছেন একের পর এক।
বহুল বিতর্কিত ঐতিহাসিক ‘পদ্মাবত’ থেকে শুরু করে আধুনিক রোমান্টিক ড্রামা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’সহ বিচিত্র সব চরিত্রেই দারুণ সাফল্য পেয়েছেন দীপিকা। এই অভিনেত্রীর সবচেয়ে বড় বক্স অফিস হিট সিনেমাগুলোর শীর্ষ পাঁচটি হলো:
১। পদ্মাবত (২৮২.২৮ কোটি রুপি)
২। চেন্নাই এক্সপ্রেস (২০৭.৬৯ কোটি রুপি)
৩। বাজিরাও মাস্তানি (১৮৩.৭৫ কোটি রুপি)
৪। হ্যাপি নিউ ইয়ার (১৭৮.৪১ কোটি রুপি)
৫। ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (১৭৭.৯৯ কোটি রুপি)
Newsletter
Subscribe to our newsletter and stay updated.